সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৬
বিভাগ-পদ্য কবিতা
শিরোনাম-স্বপ্নসুখ
কলমে-সোমাশ্রী মিদ্যা
তারিখ-০৭\০৭\২০২০
----------------------
কাল নিশীথে স্বপ্নে সহসা
দেখা অষ্টাদশীর,
কোমল করের আলতো পরশ
অচেনা সুন্দরীর।
রজনীগন্ধার সুবাস যেমন
নিশিক…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৬
বিভাগ-পদ্য কবিতা
শিরোনাম-স্বপ্নসুখ
কলমে-সোমাশ্রী মিদ্যা
তারিখ-০৭\০৭\২০২০
----------------------
কাল নিশীথে স্বপ্নে সহসা
দেখা অষ্টাদশীর,
কোমল করের আলতো পরশ
অচেনা সুন্দরীর।
রজনীগন্ধার সুবাস যেমন
নিশিকে মাতাল করে,
আমিও তেমনি পাগল প্রেমিক
অষ্টাদশীর তরে।
মধুর রাতের সাক্ষী চাঁদ আজ
জোছনায় ঝলমল,
জোনাক আলোয় প্রকৃতির সাজ
যৌবনে টলমল।
স্বপ্নে প্রিয়া মুখখানি তোমার
সুরূপা লাজে ভরা;
স্বপ্নমোহ ভঙ্গে প্রিয়ার বিদায়ে
নয়নে বারি ধারা।
বাস্তব রূপে এসো মোর কুটীরে
আলতা রাঙা পায়ে,
রাখবো তোমায় সোহাগে-যতনে
আমার ছোট্ট গাঁয়ে।