Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু দুর্গার সাহিত্য পত্রিকা সাপ্তাহিক লেখনী সম্মাননা

বিভাগ  কবিতা
শিরোনাম  "রাঙিয়ে তোল"
কলমে  তারা  দে
তারিখ  23/7/20

এসেছে বহুদিন বাদে বিশেষ অতিথি
চলছে মহা সমারোহে আপ্যায়ন
প্রাণের গোপন কথার আদান প্রদান
দিকে দিকে পড়েছে শোর গোল।

প্রকৃতি ও সেজেছে অপরূপ সাজে_
কুমকুম টিপ …


বিভাগ  কবিতা
শিরোনাম  "রাঙিয়ে তোল"
কলমে  তারা  দে
তারিখ  23/7/20

এসেছে বহুদিন বাদে বিশেষ অতিথি
চলছে মহা সমারোহে আপ্যায়ন
প্রাণের গোপন কথার আদান প্রদান
দিকে দিকে পড়েছে শোর গোল।

প্রকৃতি ও সেজেছে অপরূপ সাজে_
কুমকুম টিপ লাল বেনারসীতে কৃষ্ণচূড়া,
রাঙা ঠোঁটে পলাশের মধুর হাসি
উঠেছে আকাশে বাতাসে একি  হিল্লোল।

রঙের পসরা নিয়ে এলে তুমি বসন্ত দা_
খেলবে আজ সবার সাথে  দোল,
ঐ দূরে শূন্য হাতে উদাস পানে   যে মেয়েটি_
তার বেরঙের চোলি রঙে রঙে রাঙিয়ে  তোল।