Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব --২৪
বিভাগ --গদ্য কবিতা

স্মৃতির এ্যালবাম
মালা সেন দে
১৭।৭।২০২০

সেদিন এ্যালবামে ছবিগুলো যত্ন করে রেখে বলেছিলে ,
একদিন এই এ্যালবাম স্মৃতির সরণিতে হাঁটতে হাঁটতে আমাদের কথা বলবে ।
পুরোনো ছবি …


দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব --২৪
বিভাগ --গদ্য কবিতা

স্মৃতির এ্যালবাম
মালা সেন দে
১৭।৭।২০২০

সেদিন এ্যালবামে ছবিগুলো যত্ন করে রেখে বলেছিলে ,
একদিন এই এ্যালবাম স্মৃতির সরণিতে হাঁটতে হাঁটতে আমাদের কথা বলবে ।
পুরোনো ছবি ঝাপসা হয় , হাতের টানে বিয়োগ হয় সময় ,
বলেছিলাম অন্ধকারে ঘুন ধরে হারায় তার জৌলুস ।
তবু আঁকড়ে থাকা স্মৃতি , হৃদয়ের ভিটে মাটিতে ,
বর্ষায় ভেজা , বসন্তের সুখ , ফাগুন বৌয়ের প্রথম সলজ্জ মুখ একদিন ভীড় করে এ্যালবামে ।
যা ছিল পুরোনো অভ্যেস লতার মতো জড়িয়ে ,
কখন পুরোনো হয়ে হলদে বিবর্ণ পাতায় ঝুলতে থাকে খসে পড়ার অপেক্ষায় ।
কবে দিয়েছিলে গোলাপ , পাহাড়ের মতো আড়াল করে চশমায় ,
ঝাপসা হয় বার্ধক্যের সংসারী মনটায় , সাবেকিয়ানা অজ্ঞাতসারে এসে বসে ধুলো পড়া স্মৃতির পাতায় ।
আলমারির  তাকে  শাড়ির ভাঁজে সাজানো স্মৃতিরা পুরোনো হয় একদিন ,
কিছু অতীত চাপা পড়ে  সময়ের উদাসীনতায় ।
পড়ে থাকে অযত্নে বাক্সবন্দী পুরোনো কিছু সরঞ্জামের সাথে , ভীড় জমায় চোরাকুঠুরির ভ্যাপসা গরমে
হারানো সময় খোঁজে শীর্ণকায় হাতে , হাতড়ায় রঙহীন এ্যালবাম
জীবনের আঙিনায় স্মৃতিমেদুর বিদায়ের লগ্ন , এভাবেই ভাঙনের পথে  বয়ে চলা সারাদিন , বারোমাস ॥