দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-২৪
কবিতা
#মিলন_বিরহ
✍️মমতা রায়
১৭/০৭/২০
-----------------,,-------------------------
তুই এক উত্তাল সমুদ্র ঢেউ
আমি যে নিস্তরঙ্গ বালুচর,
ই…
দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-২৪
কবিতা
#মিলন_বিরহ
✍️মমতা রায়
১৭/০৭/২০
-----------------,,-------------------------
তুই এক উত্তাল সমুদ্র ঢেউ
আমি যে নিস্তরঙ্গ বালুচর,
ইশারাতে বলে যাস শুধু
চল দুয়ে বাঁধি খেলাঘর।
তরঙ্গ তোর সই কেমনে বল?
আমি যে ধু ধু বালুচর,
যত বার আমি শুধু গড়ি
ভেঙে দিয়ে যাস তুই ঘর।
জোয়ার এলে আছরে পড়িস
তপ্ত আমার বুকের পরে,
ভাটার টানে দূরে চলে যাস
আমি তখন থাকি কেমন করে?
গড়বো আমি ভাঙবি শুধু তুই
তাই বুঝি তোর আমার কাছে আসা,
যাবার বেলায় ফিরে তাকাস নে যে
বুঝিনা তোর কেমন ভালোবাসা?
বুঝিস নে তুই আমার ভালোবাসা ?
তুই যে বোকা তপ্ত বালুচর,
কেনো আমি আসি ফিরে ফিরে
বুকের মাঝে আস্ত একটা ঘর।
যুগে যুগে চলছে এমন খেলা
তোর আমার শুধুই ভাঙাগড়া,
মিলন আর বিরহ একসাথে
তবুও কেমন ভালোবাসায় ভরা।