দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-২৪
শিরোনাম- প্রবাসিনী
রীতি- ললিত ত্রিপদী
কলমে- শান্তনু দাস
তারিখ- ১৭/০৭/২০২০ ইং
----------------------------------------------------
শোভাময় মনিহারে-
অপরূপা সে বাহারে,
কবরী মালিকায় শেফালিকা!
গুঁজিয…
দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব-২৪
শিরোনাম- প্রবাসিনী
রীতি- ললিত ত্রিপদী
কলমে- শান্তনু দাস
তারিখ- ১৭/০৭/২০২০ ইং
----------------------------------------------------
শোভাময় মনিহারে-
অপরূপা সে বাহারে,
কবরী মালিকায় শেফালিকা!
গুঁজিয়া ছলকে ভাসি-
অধরে সলাজ হাসি,
পথ ভুলে এলে বুঝি বালিকা?
যবনিকা অস্তরাগে-
টুকরো আগুন জাগে,
সাঁঝের পরাগরেণু মাখানো,
পূবালী দিগন্তভাগে-
দুটি তারা আজ আগে,
কতকাল ধরে যেন আঁকানো।
কুলায় ফেরার পল-
বিহগের সারিদল,
মেঠো আলপথে কি প্রবাসিনী?
অন্যমনে বিচরণে-
অন্বেষণ বিস্মরণে,
আগে কোথাও তোমায় দেখিনি।
হঠাৎ ঘোরের ফাঁকে-
মিলায়ে যে গেলে বাঁকে,
এ'পথে আসা হলো'না তো আর!
কতকাল বসে আছি-
সে বাঁকের কাছাকাছি,
দেখা যদি বা হয় একবার।
আবেশে বিছায়ে রাখি-
ফিরিবার পথে আঁখি,
মুখর বাতাসে কি রাগ শুনি!
কিসের লহরী উঠে-
বেদনার খুঁটে খুঁটে,
বারবারই ক্ষতস্থান গুনি।
দুটি কথা শুধু বলে-
প্রিয় তুমি যেতে চলে,
পরাণে রেখে তো যেতে আশ!
স্বপন ভুবন মাঝে-
রয়ে যেত নব সাজে,
নিশীথের তিয়াসী সহবাস।
-----------------------------------------------------