Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব - ২৪
কবিতা - জীবন্ত লাশ
 কবি -   আজিজুল হাকিম
তারিখ - ১৭/০৭/২০২০
************************

আমার ঘরে চোর সিঁধ কাটে রোজ । 
আমি দেখেও দেখিনা কিছু, 
ভাবলেশহীন চেয়ে থাকি অব্যাক্ত শূন্যতায় ।
সিরাস ম…


দৈনিক কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব - ২৪
কবিতা - জীবন্ত লাশ
 কবি -   আজিজুল হাকিম
তারিখ - ১৭/০৭/২০২০
************************

আমার ঘরে চোর সিঁধ কাটে রোজ । 
আমি দেখেও দেখিনা কিছু, 
ভাবলেশহীন চেয়ে থাকি অব্যাক্ত শূন্যতায় ।
সিরাস মেঘের কফিনে মোড়া এ মন আকাশ; 
তবু দুপায়ে হাঁটি - আমি তো এক জীবন্ত লাশ ।

পৃথিবীর আয়তন একি থাকে, 
পথ হয় খাটো ।
রক্তের দাগে মানচিত্র বদলায় বারবার; 
তবু আমি নিরব থাকি আজ – 
আমি তো আবেগহীন, আমি এক জীবন্ত লাশ ।

শয়তানের তুড়িতে ধর্ম নাচে নিদারুন উল্লাসে ।
রাক্ষসের হুঙ্কারে কান ঝালাপালা রোজ ,
ধর্মের থালায় চলে মানুষের মাংসের ভুরিভোজ ।
ঈশ্বরের ঘরে শিয়াল, শকুন করে বাস
আমি যে বোবা মানুষ -
আমি এক জীবন্ত লাশ ।

গণতন্ত্র নিষ্পেষিত হয় পেশিতন্ত্রের জাঁতাকলে, 
রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম হয় অহরহ ।
দেশের মাঝে দেশান্তরি মানুষ - 
বিদেশীরা পায় নাগরিকের সম্মান ।
অন্ধজনের হাতে নাচে শাসকের চাবুক;
বিদ্দজনের বুক করে ধুকপুক ।
এত দেখেও দেখছি না তো কিছু -
হৃদয় আমার হারিয়ে গেছে কবেই ।
মানবতার সোনালি আলোর ঘরে
খিল পড়েছে আগেই 
নামে মাত্রই দেহে আছে শ্বাস ।
আমি যে শান্ত মানুষ !
আমি এক জীবন্ত লাশ ।