Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

#অণুগল্প
(২৭৭ শব্দ)
#কলমে - #নন্দিনী_কর
#ঘৃণা

            ✨ওরা কী জানে আমি কেনো আর দশজন লোকের মত স্বাভাবিক ন‌ই !! ওরা আমাকে অসামাজিক বলে, পিছনে গালি দেয়.... সব জানি। দিক। আমার চামড়াটা গন্ডারের সাথে বদলে নিয়েছি।

          ওরা …


#অণুগল্প
(২৭৭ শব্দ)
#কলমে - #নন্দিনী_কর
#ঘৃণা

            ✨ওরা কী জানে আমি কেনো আর দশজন লোকের মত স্বাভাবিক ন‌ই !! ওরা আমাকে অসামাজিক বলে, পিছনে গালি দেয়.... সব জানি। দিক। আমার চামড়াটা গন্ডারের সাথে বদলে নিয়েছি।

          ওরা আরও অনেক কিছু বলে। আমি প্রচণ্ড আত্মকেন্দ্রিক.... নিজের স্বার্থ ছাড়া এক পাও চলি না, নিজের পরিবারের প্রতি শুকনো কর্তব্য পালন করা ছাড়া কোনো যোগাযোগ সূত্র রক্ষার প্রাণের তাগিদ নেই। হ্যাঁ তাই। প্রতি মাসে একটা নির্দিষ্ট মোটা অঙ্কের টাকা সরিয়ে রেখে হিসেব করে সংসার চালানোর মতো টাকা আমি
স্ত্রীর হাতে তুলে দি। ঐ নির্দিষ্ট অঙ্কের টাকাটা ডোনেশন যায় শহরের হসপিটালগুলোর বার্ন ইউনিটে।

          তিন মাস আগে মাঝরাতে বুকে ব্যথা হ‌ওয়ায় বাবাকে দামি নার্সিংহোমে ভর্তি করেছি..... অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। ব্যাস এটুকুই।  বাড়িতে আয়া রেখে সেবার ব্যবস্থা করেছি ........ ডক্টরদের সাথে প্রয়োজনীয় আলোচনা , যাবতীয় ওষুধপত্র ...কোথাও কোনো ত্রুটি রাখিনি। তবে ভুলেও আই সি সি ইউ তে উঁকি দিই নি। মুখের দিকে তাকাতে ঘৃণা হয়।

          প্রতি মাসে নিয়ম করে মায়ের রুটিন চেক আপ........ ক্লিনিকে বলা আছে...... ওরা পাঁচ তারিখে মনে করে লোক পাঠিয়ে দেয়। স্ত্রীর মেক আপ, শাড়ি, গয়না....., ছেলের টিউশন ফিস, কলেজের ইনস্টলমেন্ট স‌অঅঅঅব হিসেবের খাতায় লেখা। কারো একচুল হিসেবের গরমিল নেই। তাও অভিযোগ ওদের।

          আজ দীপা বায়না ধরেছিলো ওকে নিয়ে ব‌ইমেলা যেতে হবে। জানে যাবো না, তবুও কানের কাছে ঘ্যান ঘ্যান করেই চলছিলো। হাতের কাছে ভারি ল্যাম্পশেডটা ছিলো..... ছুড়ে দেওয়ালে মারতেই .......

          কোথায় আর যাবে? মায়ের ঘরে গিয়ে সব ওগরাবে, আর মাও তার খুব পছন্দের একমাত্র বৌমার দুঃখে কাতর হয়ে কপালে হাত ঠেকিয়ে বলবে, "গত জন্মে কী পাপ করেছিলাম!"

          পাপ তুমি বা তোমরা গতজন্মে করোনি, করেছো এই জন্মেই!
--আঁ আঁ আঁ আঁ...........
আওয়াজটা এখনও কানে বাজে একা থাকলেই।

          আমি জানি মা , সেদিন তোমরা সবাই বাড়িতেই ছিলে, আর গ্যাসের নবটা....যদিও এটা দুর্ঘটনা হিসেবে...... কিন্তু সি সি টিভি ফুটেজ !!

শুধু আমি যদি তখন অফিশিয়াল ট্যুরে না যেতাম , ......।

#কপিরাইট_প্রোটেক্টেড
©️ Nandinee Kar