দৈনিক সম্মননা প্রতিযোগিতা (24়)
যাদের ঘর ভাঙল বা আবার ভাঙবে।
বার বার নোঙর ফেলি
ঘুরে ফিরে আসে ঘূর্ণিঝড়।
জন্ম কালে লেখা ছিল
সারাজীবন কষ্ট কর্।
একের পরে দুই তিন
বাঁক পেরিয়ে আবার এক।
ধূসর রঙে নাম লেখা
গল্পে শুধু চিচিং ফাঁক।
…
দৈনিক সম্মননা প্রতিযোগিতা (24়)
যাদের ঘর ভাঙল বা আবার ভাঙবে।
বার বার নোঙর ফেলি
ঘুরে ফিরে আসে ঘূর্ণিঝড়।
জন্ম কালে লেখা ছিল
সারাজীবন কষ্ট কর্।
একের পরে দুই তিন
বাঁক পেরিয়ে আবার এক।
ধূসর রঙে নাম লেখা
গল্পে শুধু চিচিং ফাঁক।
পূর্বাভাস নিয়ম করা
দু এক দিনই আগে আসে।
এপিঠ ওপিঠ জাঁতাকল
নাভিপদ্মেই লেখা আছে।
আকাশ ভরা সূর্য্যতারা
মেঘেই ঢাকা খাতা কবির।
তৈরী লেখা জলে ভাসলে
অগত্যা সেই ত্রাণশিবির।
20 মে 2020
প্রতিম বয়াল