Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার পরিচালকীয় সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-(২৪)
কবিতা:নোনা উঠোন।।
কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
সততার আতর মেখে গায়ে
প্রেমিকার গন্ধ লুকায়ে
যে বাসায় ঘর বাঁধে স্বপ্নের খেলাঘর
দাবি করে সে আমার,-সে…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-(২৪)
কবিতা:নোনা উঠোন।।
কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
সততার আতর মেখে গায়ে
প্রেমিকার গন্ধ লুকায়ে
যে বাসায় ঘর বাঁধে স্বপ্নের খেলাঘর
দাবি করে সে আমার,-সে আমার!

অথচ অধরাময়,কাঙালের বসন্ত পরবাস
নির্যাস,ভাড়াটে প্রেমের চাষ
মসনদে ভাঙা খাঁচা আছে যে খোলা
উপহার ভেজাল জ্বালানির দগ্ধ জ্বালা।

যে চোখে আগুন জলে
হুক খুলে,স্নান সারে তলে তলে!
কথার উলঙ্ঘন,দালালের ভিড়
চরিত্র কঙ্কাল পাশাখেলা নীড়।

আসলে যা ভাড়াটে উঠোন
ছেঁড়া মালা যাযাবর মন
ভাসাদেহ করে জ্বালাতন
কবর খোঁড়া,রক্তঝরা নোনতা আলিঙ্গন।
-----------------------------------------------
১৭/৭/২০২০-অবুঝ মন-