Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার পরিচালকীয় সম্মাননা

#বাঘিনী

( #মহিন )

নিষেধ মানেনি সেই মেয়েটা  ,
আগুন টপকে জল আনতে গিয়েছিলো ,

সাম্রাজ্যবাদ পতনের গল্প গুলো চোঁয়া ঢেকুর   হয়ে
উথলে ওঠে বিভীষিকার মতো হাতছানি হয়ে ,

শাষকের দল প্রশ্ন করে !
এখনো কি কালজয়ী হতে চাও ?

প্রকাশ্যেই শুনি ইতিহাস…

#বাঘিনী

( #মহিন )

নিষেধ মানেনি সেই মেয়েটা  ,
আগুন টপকে জল আনতে গিয়েছিলো ,

সাম্রাজ্যবাদ পতনের গল্প গুলো চোঁয়া ঢেকুর   হয়ে
উথলে ওঠে বিভীষিকার মতো হাতছানি হয়ে ,

শাষকের দল প্রশ্ন করে !
এখনো কি কালজয়ী হতে চাও ?

প্রকাশ্যেই শুনি ইতিহাসের পাতায় জড়ো হয় রোজকার লাশের স্তুপ ,
 উদ্ভট গন্ধ প্রতিটি সংকলনের পাতায় !

কি নিষ্ঠুর চাউনি !
দাবানল পেলেও এরা সহাস্যে  চেটে খেয়ে নিতে পারে ,

আর আমরা ,
ছেঁড়া কাপড়ে প্রতিবাদের দাগ খুঁজে বেড়াই ,
রক্তের কি মিষ্টি গন্ধ !

রক্তাক্ত যোনিতে কিছু ইতিহাস খুঁজে নেয় নিজেরই রূপকথা ,