প্রশ্ন
অনেক প্রশ্ন করা যেতো, তবুও করিনি
এক ঘর জমা প্রশ্ন নিয়ে বাঁচতে চাওয়া দুঃসহ
তাই ইচ্ছে করেই ভুলেছি সব
উত্তরের মলম কখনো না তুমি বেছে নিবে আস্ত চাবুক
কে কাকে হারিয়ে দেবে সে না হয় বলবে সময়
প্রশ্ন গুলো তাই ভুলে যাওয়াই শ্রেয়
যেম…
প্রশ্ন
অনেক প্রশ্ন করা যেতো, তবুও করিনি
এক ঘর জমা প্রশ্ন নিয়ে বাঁচতে চাওয়া দুঃসহ
তাই ইচ্ছে করেই ভুলেছি সব
উত্তরের মলম কখনো না তুমি বেছে নিবে আস্ত চাবুক
কে কাকে হারিয়ে দেবে সে না হয় বলবে সময়
প্রশ্ন গুলো তাই ভুলে যাওয়াই শ্রেয়
যেমন যেমন এগোবে সময় আবার কিছু নতুন প্রশ্ন জড়ো হবে
যখন তুমি ভাবলে মোহনার কাছ বরাবর পৌঁছে গেছো
আড়ালে রাস্তা ও বলবে পালিয়ে এলে তো ।
বোঝার ও কতো রকম ফের, কতো ফাঁক থেকে যায়
এক পেট ক্ষিদে নিয়ে পূর্ণিমার চাঁদকে ও ঝলসানো রুটি ভাবে
এক হৃদয় প্রেম নিয়ে ব্যস্ত চাঁদ জোছনাকে সামাল দিতে
একই চাঁদ ক্ষিদে আর প্রেম পিঠোপিঠি,অনেক প্রশ্ন জমে আছে
আমি ইচ্ছে করেই ভুলেছি সব
শুধু রুটি আর প্রেম চাঁদকে দেখে রোজ মনে পড়ে
শঙ্কর