Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

"এসো দাবানল,
        এ পরম অন্তঃপুরে"

#সময় হলে এসো আবার .........

উদাত্ত আবেগ এখনও নিয়মিত নিয়মহারা,
তোমার দৃঢ় আলিঙ্গনের অভ্যাসের মতো
মিষ্টি যাতনায় প্রত্যহ মাতোয়ারা।।

তুমি এসো,
আলেয়ার মায়া দুচোখে ভরে,
এসো শ্রাবণের মতো এ…


"এসো দাবানল,
        এ পরম অন্তঃপুরে"

#সময় হলে এসো আবার .........

উদাত্ত আবেগ এখনও নিয়মিত নিয়মহারা,
তোমার দৃঢ় আলিঙ্গনের অভ্যাসের মতো
মিষ্টি যাতনায় প্রত্যহ মাতোয়ারা।।

তুমি এসো,
আলেয়ার মায়া দুচোখে ভরে,
এসো শ্রাবণের মতো একটানা রিমঝিম ঘন সুরে,
এসে ছুঁয়ে যাও আরও একবার,
অলস নয়ন মণি.....

তুমি আকাশ জুড়ে এসো.....

এসো, বিষের আবেশে উষ্ণ এ ঠোঁটে,
আতর-সুখ কুড়ায়ে......
 এসো আজ কাল রোজ,
হৃদয় পাতার ধূসর কবিতা বাহারে,
বসন্তে আমার মাতাল মনে
আগুন শিখা জ্বেলে,
এসে মিশে যাও হৃদে,
 অজানা কাব্যের
অনিমেষ চরিত্র হয়ে। ।

সময় নিয়ে এসো দাবানল,
এসো এ প্রবাস পুরে।।#

                            ---------------ঈশিতা চৌধুরী।