Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

|এবার কলমে আগুন নামুক.... |
             © অ ত নু ন ন্দী

নীরব হয়ে গেছি, বুনো মেঘেরা এসে কবিতার খাতা ভিজিয়ে তোলে মাঝে মাঝে, এ ছাড়া নীরব হয়ে গেছি....চারিদিকে চলছে এখন মানুষ ছাটাই |
সাদা ভাত, দু মুঠো অন্ন
লেলিন এসে উঁকি দিয়ে যাচ্ছে…


|এবার কলমে আগুন নামুক.... |
             © অ ত নু ন ন্দী

নীরব হয়ে গেছি, বুনো মেঘেরা এসে কবিতার খাতা ভিজিয়ে তোলে মাঝে মাঝে, এ ছাড়া নীরব হয়ে গেছি....চারিদিকে চলছে এখন মানুষ ছাটাই |
সাদা ভাত, দু মুঠো অন্ন
লেলিন এসে উঁকি দিয়ে যাচ্ছে রান্না চালায় |তবুও নীরব, কেমন যেনো নিথর হয়ে যাচ্ছি দিনদিন |

রাষ্ট্রের দিকে চোখ রাখলেই দেখি  পুঁজিবাদী শক্তির কাছে মাথানত করে বসে আছে  আমাদের দেশ |

চোখ চলে যায় কাঁটাতারের দিকে, দেখি হু হু করে বিকিয়ে যাচ্ছে সীমানা, নীরব হয়ে যাই, বাকল খসে পড়ে |

একে কি বেঁচে থাকা বলে অনিন্দিতা?  অথচ দেখো তুমি আমি এভাবেই বেঁচে আছি, ভীতু র মতো, বিনীত হতে হতে পথ এসে মিশে গেছে  দিগন্ত রেখায়....
যেখানে সন্ধ্যা নেমে এসেছে | চারিদিকে ভেসে চলেছে ভাসানের গান,
চলো আর নীরবতা নয় অনিন্দিতা
এবার কবিতার খাতা জুড়ে ছুটে যাক অগ্নিমুখর ঘোড়া........