Page Nav

HIDE

Post/Page

May 28, 2025

Weather Location

Breaking News:
latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা( পর্ব - ১৫)
বিষয় - কবিতা
*************

প্রতিকৃতি
"""""""""""""
আমার চোখে
তোর প্রতিকৃতি।
ঘুম এসে জড়িয়ে ধরে ক্লান্ত দিনের শেষে…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা( পর্ব - ১৫)
বিষয় - কবিতা
*************

প্রতিকৃতি
"""""""""""""
আমার চোখে
তোর প্রতিকৃতি।
ঘুম এসে জড়িয়ে ধরে ক্লান্ত দিনের শেষে,
ঘুমোতে দেয়না মন!
একটা একটা তুলির আঁচড়ে
জীবন্ত করতে থাকে তোকে।
স্বপ্ন দেখি
প্রতিদিন প্রতিরাত যতক্ষন জেগে থাকে মন
চেতন অথবা অবচেতনে!
প্রহরের পর প্রহর পার হয়ে,
আড়মোড়া ভাঙ্গে রাতের পেশী,
ভোরের স্তুতি তে ব্যস্ত হয় প্রকৃতি।
তখন
আমার জাগতে চাওয়া চোখ
ঘুমিয়ে পড়ে
মনের সাথে সাথে।
তুই বলবি ,
"এসব কেন করিস? ঘুমোলেই তো হয়।"
আমিও বলি,
"ঘুমোতেই তো চাই,
শুধু
বুঝতে পারিনা,
তোর ছবিটা
চোখ থেকে কখন  মনের গভীরে পৌঁছে যায়!..."

দেবযানী
4/7/30