Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৫
#কবিতা_জোনাকির_আলো
#লিখনে_বীরেন_আচার্য্য
#৪ঠা_জুলাই_২০২০

জোনাকির আলো
--------------------.
শব্দগুলো হাঁটে অনাদি অতীতের গর্ভ বেয়ে ,
কখনো কর্তব‍্যের গলা জড়িয়ে কখনো বা
কর্তব‍্যহীন লাগামছ…


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৫
#কবিতা_জোনাকির_আলো
#লিখনে_বীরেন_আচার্য্য
#৪ঠা_জুলাই_২০২০

জোনাকির আলো
--------------------.
শব্দগুলো হাঁটে অনাদি অতীতের গর্ভ বেয়ে ,
কখনো কর্তব‍্যের গলা জড়িয়ে কখনো বা
কর্তব‍্যহীন লাগামছাড়া- বিশ্বাসের টুঁটি টিপে ;
হেঁটে চলেছে তো চলেছে , ননস্টপ সময়ে ।
আক্ষেপের জনসমুদ্রে চাহিদার নিম্নচাপ -
সবুজের অসুখে সংসারের হেলা বটগাছে
বাসা বাঁধে বঞ্চনার ক্ষয় পোকা নিঃশব্দে ;
যাবার বেলায় ফিরে ফিরে চায় পিছুটানে ।
আমরাতো সবাই চাই একাকী অনুভব
নিজেকে খোঁজার অদম‍্য স্পৃহা যুগে যুগে ;
ফিরে ফিরে দেখা ফেলে যাওয়া শব্দের লাগি-
অতৃপ্তির বাসনালোকে হাজারো পিছু টান ।
নিঃসীম শূন‍্যতায় করে আর্তনাদ অতৃপ্ত শব্দ ,
সন্ধ‍্যা গড়িয়ে হয় রাত,জ্বলে অতৃপ্তির জোনাকি ;
পিছুটান শেষে সমাবর্তনে মনমাঝির ভাটিয়ালি -
"আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে …."।