#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা
বিভাগ কবিতা
শিরোনাম না হয় ভিজলাম একলাই
কলমে গৌরাঙ্গ দেবশর্মা
23/07/20
আচ্ছা,
সেও কি ভেজে তোর সাথে
ভরদুপুরে কিংবা সন্ধ্যেরাতে
বৃষ্টি নামে যেই?
জানিস,
এখন আমি ঘ…
#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা
বিভাগ কবিতা
শিরোনাম না হয় ভিজলাম একলাই
কলমে গৌরাঙ্গ দেবশর্মা
23/07/20
আচ্ছা,
সেও কি ভেজে তোর সাথে
ভরদুপুরে কিংবা সন্ধ্যেরাতে
বৃষ্টি নামে যেই?
জানিস,
এখন আমি ঘামে ভিজি রোদে শুকাই
এখন আমার আর আগের মত সেই
ঠান্ডা লাগার ধাঁচ নেই
এখন আমার মন সাধে
তোর মত চাই আহ্লাদে
অবুঝ শ্রাবণটাই
জানিস,
এখন ভীষণ ইচ্ছে করে
মুঠো মুঠো বৃষ্টি ধরে
মন ভেজাই
না হয় আমি ভিজলাম এই শ্রাবণে
ভীষণ একলাই