Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা পরিচালকীয় সম্মাননা

পরিত্যক্ত
কলমে:শ্রাবনী আচার্য্য
তাং:২৩/০৭/২০২০

বাড়ির একপাশে পরে রয়েছে
ছোটো এক পরিত্যক্ত জমি,
কেউ সেদিকে ফিরে ও তাকায় না
সেটা নাকি অনুর্বর ভূমি।
ফসল ফলাতে চাইলে ও
সেখানে ফলবে না ফসল,
চাষীরা বলেছেন একথা-যতই
জমিতে ঢালো সার আর জল।
শ…


পরিত্যক্ত
কলমে:শ্রাবনী আচার্য্য
তাং:২৩/০৭/২০২০

বাড়ির একপাশে পরে রয়েছে
ছোটো এক পরিত্যক্ত জমি,
কেউ সেদিকে ফিরে ও তাকায় না
সেটা নাকি অনুর্বর ভূমি।
ফসল ফলাতে চাইলে ও
সেখানে ফলবে না ফসল,
চাষীরা বলেছেন একথা-যতই
জমিতে ঢালো সার আর জল।
শস্যাবর্তন পদ্ধতিতে জমির
উর্বরতা বাড়ানো সম্ভব,
চাষের জন্য নাকি এই প্রক্রিয়াটি
এক অভিনব।
একই জমিতে বার বার একই ফসল
চাষ করলে জমি হয় অনুর্বর,
কিন্তু সেই জমিতে বিভিন্ন রকমের ফসল
ফলালে জমি হয় উর্বর।
এই বিষয়টা কি তোমরা জানো না
জমিটিকে পরিত্যক্ত ভাবে ফেলে রেখেছো?
ভূমিকর্ষন করে মাটিতে জলসিঞ্চন করে
বীজ বপন করে কি কখনো দেখেছো?
মাটিকে ভালোবেসে তার যত্ন নিয়ে দেখো
সেও তোমাদের ভালোবাসবে,
ফুল,ফল,সবজি,দানা শস্য দিয়ে
তোমাদের ঘর ভরিয়ে দেবে।