Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা পর্ব~৩০
বিষয়~ উন্মুক্ত
শিরোনাম- এক পশলা বৃষ্টি
কলমে~ অলোক রায়
তারিখ~ ২৯/০৭/২০২০

কখনো তুমি বিরহী হয়ে অঝোরে ঝড়ো,
কখনো ঝিরিঝিরি ভাবে বাতাসে ভেসে পড়ো।
এক পশলা বৃষ্টি কোথায় তোমার সৃষ্টি,
তুমি …


দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা পর্ব~৩০
বিষয়~ উন্মুক্ত
শিরোনাম- এক পশলা বৃষ্টি
কলমে~ অলোক রায়
তারিখ~ ২৯/০৭/২০২০

কখনো তুমি বিরহী হয়ে অঝোরে ঝড়ো,
কখনো ঝিরিঝিরি ভাবে বাতাসে ভেসে পড়ো।
এক পশলা বৃষ্টি কোথায় তোমার সৃষ্টি,
তুমি তো আকাশের কান্না বড়োই মিষ্টি।
হাসো তুমি রোদেলা দুপুরে সূর্যের পরশে,
ঝড়ে পড়ো মাটিতে ছুঁয়ে দিয়ে বাতাসে।
আহা! কী আর বলবো  তোমায়,
হিমেল হাওয়ায় ভেসে যে
থাকো তুমিই রোমান্সের সূচনায়।
আবার কখনো তুমিই হও বারি রূপে কালবৈশাখী,
তখন তোমায় অন্য রূপে দেখি।
তোমাতেই হয় যৌবনের পাগলামি আর প্রেমের প্রকাশ,
কখনো তোমার অবাক আগমনে মেতে ওঠে মনাকাশ।
তুমি হলে যুগলদের প্রথম পছন্দে,
তোমার মায়াবী শীতলতায়
ওরা যে গা ভেজায় স্বাচ্ছন্দ্যে।
তুমি এক পশলা বৃষ্টি,
তোমাতেই আদিমতার সৃষ্টি।