Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবি সম্মাননা
বিভাগ কবিতা
শিরোনাম..... #শব্দেরা_ছন্দহীন
কলমে শম্পা কর্মকার
29.7.2020
শব্দ দিয়ে মালা গেঁথে কত না কবিতা
সেই কবিতা দিয়ে আমাদের প্রতিযোগিতা।।
সেই শব্দ রা আজ ছন্দে মিলবে না
আমাকে ডেকে বলেছে একদম সাজবে না।।
আকাশ আ…


দৈনিক কবি সম্মাননা
বিভাগ কবিতা
শিরোনাম..... #শব্দেরা_ছন্দহীন
কলমে শম্পা কর্মকার
29.7.2020
শব্দ দিয়ে মালা গেঁথে কত না কবিতা
সেই কবিতা দিয়ে আমাদের প্রতিযোগিতা।।
সেই শব্দ রা আজ ছন্দে মিলবে না
আমাকে ডেকে বলেছে একদম সাজবে না।।
আকাশ আর মেঘের বর্ণনাতে ঝড় সৃষ্টি করবে
নদীর সৌন্দর্য্যকে বন্যা দিয়ে ঢাকবে।।
স্কুলের কালোবোর্ডে নেই শব্দের ঝংকার
চক আর ডাস্টারের নেই আড়ি আর।।
কি হবে আর কবিতা লিখে
মানুষ যে আজ রয়েছে বড় দুখে।।
অনিশ্চিত ভবিষ্যতের পথে এদিক ওদিক ধায়
আবার জীবনের সুর কি আশা করা যায়।।
সংগ্রামে আবার শব্দেরা সেজে উঠবে
আবার নতুন করে কবিতা লেখা হবে।।