Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

সময়ের পুণ্য পুরাণ
---------------------------------------------------------
হাঁটার প্রাচীন পুরাণ পড়ে পড়ে সময়ের নন্দিত নিয়মে হেঁটে এসেছি বহুদূর,শেষ কবে সাদা বক উড়ে গিয়েছিলো সাতনল থেকে কপোতাক্ষে মনে নেই,সায়াহ্ন যেমন শেষ সূর্য গিলে…


সময়ের পুণ্য পুরাণ
---------------------------------------------------------
হাঁটার প্রাচীন পুরাণ পড়ে পড়ে সময়ের নন্দিত নিয়মে হেঁটে এসেছি বহুদূর,শেষ কবে সাদা বক উড়ে গিয়েছিলো সাতনল থেকে কপোতাক্ষে মনে নেই,সায়াহ্ন যেমন শেষ সূর্য গিলে খেয়ে তুমুল তিমিরের আহ্বান করে;গুম করে ফ্যালে সূর্যের ধুলো,তেমনি নক্ষত্ররাও তো একদিন খসে পড়ে আমাদের পৌরাণিক পুরুষের হাতে।

এখানে এসেছি কেন? এই সামান্য প্রশ্ন নেমে আসা সন্ধ্যার কাছে আমি রোজ রেখে দেই।
তবে কি সংলগ্ন সময়ের আমাদের কোন প্রয়োজন আছে?আমাদের কাছে কি এমন নাগরিক দাবি তার ?কি এমন দিতে পারি আকাঙ্ক্ষিত তাকে!
কাল তো কালিক নিয়মে হেঁটে যায় মহাকালে।

অনন্ত সময়ের কাছে কোন ভুল বোধ নেই অথবা নেই কোন ধ্রুপদী সত্য, সে কেবল হরিহরের জলের মতোই প্রবাহমান;আমাদের ভাসিয়ে নিয়ে যায় অনন্তিকার কাছে।

©প্রবীর বিশ্বাস।

নিজ বাসভূম
৩১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ।
১৫ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ।