Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ - কবিতা
নাম - যে পথ ঘুরে গেছে
কবি - শঙ্কর ঘোষ
তারিখ - 15/07/2020

|| যে পথ ঘুরে গেছে ||

ওই পথে গেলে কি তাকে পাওয়া যেত ?
মাঝে পথ আটকে কিছু সমুদ্র - বন
স্থির পাথরের মতন |
পথ সরু - কাঁটা ঝোপে ভরা ,
ওই পথে কি হেঁটে যাওয়া যেত ?


বিভাগ - কবিতা
নাম - যে পথ ঘুরে গেছে
কবি - শঙ্কর ঘোষ
তারিখ - 15/07/2020

|| যে পথ ঘুরে গেছে ||

ওই পথে গেলে কি তাকে পাওয়া যেত ?
মাঝে পথ আটকে কিছু সমুদ্র - বন
স্থির পাথরের মতন |
পথ সরু - কাঁটা ঝোপে ভরা ,
ওই পথে কি হেঁটে যাওয়া যেত ?
সরীসৃপ মন বলে ওঠে - স্থবির আমি
অখণ্ড আমি - গভীর ঘুমে ক্লান্ত |
আমার ঘুম ভাঙানোর ডাক
সেও তো বেশ কয়েক দ্বীপ পর ,
দেখো তুমি যেতে পারো আমার সাথে
যদি তুমি সব ক্লান্তি নাও আমার |
প্রসঙ্গহীন সমাজ ব্যস্ত ভ্রাম‍্যমানের বাসা নড়াতে ,
পবিত্র প্রেত সুপ্ত - রোমাঞ্চিত মনে |
ভয় পাও ۔۔۔ ভয় পেতে শেখো |
বিকেলের পরে ওই ভাঙা পাঁচিলের ধারে
নামবে ছায়া একটু বাদে ,
ওই ছায়া-ঘেরা-বিকেলে ওই পথে গেলে
হয়তো তাকে পাওয়া যেত ||