Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

সেরা কলম সম্মাননা
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ -কবিতা

বন্ধু আয়
মালা সেন দে
১৯।৭।২০২০

বন্ধু ফিরে আয়, আর একটি বার একসাথে পথ হাঁটি ,
  হারানো অভিমান ভুলে শৈশবের উঠোনে করি লুটোপুটি ।
সেদিনের সেই শিউলি  কুড়নো দিন ফিরিয়ে আনি,
আয় বন্ধু পুজ…


সেরা কলম সম্মাননা
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ -কবিতা

বন্ধু আয়
মালা সেন দে
১৯।৭।২০২০

বন্ধু ফিরে আয়, আর একটি বার একসাথে পথ হাঁটি ,
  হারানো অভিমান ভুলে শৈশবের উঠোনে করি লুটোপুটি ।
সেদিনের সেই শিউলি  কুড়নো দিন ফিরিয়ে আনি,
আয় বন্ধু পুজোর গন্ধে প্রাণভরে শ্বাস টানি ।

ফেলে আসা শৈশবে বন্ধুদের সোনালী স্মৃতি হৃদয়ে কড়া নাড়ে ,
তারা আজ গেছে ছড়িয়ে ছিটিয়ে অজানা কোন ঝড়ে ।

 কিছু স্মৃতিকে কুড়িয়ে কুর্চি ফুলের  মালাতে গাঁথি ,
হৈহুল্লোর আর কথায় কথায় ঝগড়া করার সাথী ।
 আয়  একসাথে  বর্ষায় ভিজে , রঙ্গিন কাগজে নৌকো বানিয়ে ভাসাই ,
আয় বন্ধু ফিরে আয় সেদিনের পথে একবার হেঁটে যাই ।
বন্ধু তুই আর একটিবার আয় ফিরে ,  সেদিনের মনের বারান্দায়  ,
ইচ্ছে মতন উড়বো আমরা নীল আকাশের গায় ।
আবার না হয় খেলবো পুতুল খেলা দেবো পুতুলের বিয়ে ,
 কপট ঝগড়ায় কেটে যাবে বর আর কনেপক্ষ নিয়ে।  ফেলে আসা সেই দিনগুলো পিছু ডাকে ,
যখন তখন এসে ভীড় করে উদাসী মনের ফাঁকে ।
অবেলার অবসরে কেবলই তোর ডাক শুনি ,
  একবার আয় বন্ধু শৈশব ফিরিয়ে আনি ।।