দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- পদ্য কবিতা
শিরোনাম- কবিতা
১৯/০৭/২০২০
মনোরঞ্জন আচার্য্য
কবিতা আমার উদাস দুপুর
শান্ত বিকালবেলা
কবিতা আমার গভীর রাতের
ভালোবাসার খেলা।
কবিতা আমার পড়ন্ত বিকেলে
কথা বলার সাথী,
কবিতা আমার মিষ্টি সকালের
গান শোনা…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- পদ্য কবিতা
শিরোনাম- কবিতা
১৯/০৭/২০২০
মনোরঞ্জন আচার্য্য
কবিতা আমার উদাস দুপুর
শান্ত বিকালবেলা
কবিতা আমার গভীর রাতের
ভালোবাসার খেলা।
কবিতা আমার পড়ন্ত বিকেলে
কথা বলার সাথী,
কবিতা আমার মিষ্টি সকালের
গান শোনানোর পাখি।
কবিতা আমার প্রাণের প্রিয়া
সুখে দুঃখে মাতি,
কবিতা আমার চিন্তা হরণ
জীবন মরণ সাথি।
কবিতা আমার সেরা বন্ধু
যায়না কভু ছেড়ে,
জীবন পথের সাথি কবিতা
আছে হৃদয় জুড়ে।
কলকাতা দমদম।