Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#ত্যাগ
#শিমলা

কদমের ডালে তোমার  বিনয়ী ভালোবাসা রোজ দোল খায়,
সপ্তছিদ্র ভেদ করে সুরের লেলিহান শিখায় রোজ পুড়ে আমার ভালোবাসা,
কানাই,  কেন এভাবে ভাসাও তুমি?
যমুনার তীরে উদাসী হওয়া, উন্মনা অন্তরাত্মার আঁচলে তোমার গন্ধ,
আজন্মকালের ভালো…


#ত্যাগ
#শিমলা

কদমের ডালে তোমার  বিনয়ী ভালোবাসা রোজ দোল খায়,
সপ্তছিদ্র ভেদ করে সুরের লেলিহান শিখায় রোজ পুড়ে আমার ভালোবাসা,
কানাই,  কেন এভাবে ভাসাও তুমি?
যমুনার তীরে উদাসী হওয়া, উন্মনা অন্তরাত্মার আঁচলে তোমার গন্ধ,
আজন্মকালের ভালোবাসায়  অঙ্গার হই আমি।
মননের ঘরে  জমানো ব্যাথার পাহাড়, ছুঁতে পারো কি তুমি?

জানো না তুমি, আমার খসে পড়া আঁচলে  সৃষ্টির নীল লেপ্টে আছে,
চোখের কোনে জলজ ধারার প্রবাহমানতা,
আমি সিক্ত হই  তোমার চুইয়ে পরা আদিখ্যেতায়।
মোহন হাসিতে হৃদয়স্থিত ভাঙনের ঝংকার,
ছুঁতে কি পারো তুমি?

তবে আমার মুক্তি দাও তোমার সপ্ত সুরের বাসনা হতে,
আমি কদমের মালায় লুকিয়ে রাখবো অশ্রু বিন্দু,
যোজন যোজন দূরত্বের কাছে ভাসিয়ে দেবো প্রেম,
তোমার অষ্টোত্তোর শতনামে বৈরাগ্য ঘুচবে আমার,
যুগল মিলনের মূর্তির কাছে চন্দনচর্চিত মালার অঞ্জলি রইবে পরে,
 শুধু অস্পষ্ট সুরে বাজবে বাঁশি আজন্মকাল।