Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

তরাসে-সাহসে
সৌমেন্দ্র দত্ত ভৌমিক

যাব বললেই কি বাড়ানো যায় পা?
যাওয়ার আগে ভাবনার অলিন্দে অচিরাৎ
ক্রীড়ারত সম্ভাব্য অচিন অঘটন-জ্বালা!
দোনোমনো পরিবেশে কতখানি শঙ্কা ডঙ্কা
বাজিয়ে যেন গোছায় হায়নার থালা!
ঝুপ করে অন্ধকারে তলিয়ে যেতে যেতে


তরাসে-সাহসে
সৌমেন্দ্র দত্ত ভৌমিক

যাব বললেই কি বাড়ানো যায় পা?
যাওয়ার আগে ভাবনার অলিন্দে অচিরাৎ
ক্রীড়ারত সম্ভাব্য অচিন অঘটন-জ্বালা!
দোনোমনো পরিবেশে কতখানি শঙ্কা ডঙ্কা
বাজিয়ে যেন গোছায় হায়নার থালা!
ঝুপ করে অন্ধকারে তলিয়ে যেতে যেতে
জাপটে ধরে আকষ্মিক ঘটনার চিত্রমালা,
দু পা এগিয়ে এক পা পিছনে আসা
রোজনামচায় ঘটমান প্রাত্যহিক রচনা।
যায় না, যায় না বাধাগুলোর তুচ্ছজ্ঞানে
অসমসাহসের ব্যাপারটি নয়কো ষোলো আনা।

সাহসের খামতি পিছমোড়া বেঁধে দুর্বলের সাথে
করমর্দনে ব্যস্তবাগীশ দিবানিশি,
তবে নিঃশঙ্ক মনে সাহসিক পদক্ষেপে
থালার আড়ালে মৎস্যচক্ষুও দৃশ্যমান!
জয়ীর বরমাল্য নয়কো আদৌ হেলাফেলা
তখন ঐ ঐ চমকানো মানসিক বিপ্লবে,
তথাপি মননের এককোণে বেড়ায় হাসিখুশী
ধসের সম্ভাবনায় আশঙ্কার পোষ্য দাসদাসী।
যাব বললেই কি তাই এগোনো যায়?
চেতনার গভীর উৎসমুখ শুধুই ডরায়।

শ্রীরামপুর, হুগলী-৭১২২০১,
পশ্চিমবঙ্গ, ভারত ।
তারিখঃ ২৪/০৭/২০২০ ।