Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব (১৪)
#বিভাগ_কবিতা
#শিরোনাম_জলতরঙ্গ
#মনরিন_স্বরলিপি
#তারিখ_২_৭_২০
আষাঢ়ের মেঘমালিকায়; সেজে ওঠে অম্বর-
গুরু গুরু গর্জনে' শুরু তার হুঙ্কার!
তীর বেগে বারিধারা;
ভূমি পরে' আছড়ে পড়ে_
সঙ্গ…

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব (১৪)
#বিভাগ_কবিতা
#শিরোনাম_জলতরঙ্গ
#মনরিন_স্বরলিপি
#তারিখ_২_৭_২০
আষাঢ়ের মেঘমালিকায়; সেজে ওঠে অম্বর-
গুরু গুরু গর্জনে' শুরু তার হুঙ্কার!
তীর বেগে বারিধারা;
ভূমি পরে' আছড়ে পড়ে_
সঙ্গী হয়ে মৃদুমন্দ'
শীতল হাওয়া খেলা করে।
আবেগী মনে পূর্বরাগের-
মহুল ঘনীভূত হয়,
সিক্ত জুঁইয়ের সুবাসে'
তাকে কাছে পেতে; হৃদি আকুলায়।
সিক্ত সীমন্তিনীর মুক্তোকণা'দের
অধরে শুষে নিতে প্রাণ যায়_
নদী পাড়ে - ভেজা পথে
হাতে হাত রেখে; হেঁটে যেতে সাধ হয়।
সাহসী আদরের লাজুক ছোঁয়ার শিহরণ ডোরে;
বেঁধে নিতে প্রাণ চায়।
ভাষা পিছে ফেলে- অনুভূতিদের সুরে;
ডুবে যাই দোঁহে এসো, পিরিতির মাঝ দরিয়ায়।।