Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-২৭
কবিতার নাম-"আমার ঘরে বসত করে কয়জনা"
কলমে- সুরঞ্জন সরকার।
তারিখ-২৬/০৭/২০২০

বসবাসের জন্য মানুষ বাঁধে আপন ঘর,
সবার জন্য আমার ঘরের অনেক পরিসর।
আশা লতায় ঘেরা,তবু ঘরখানা মোর খাসা,


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-২৭
কবিতার নাম-"আমার ঘরে বসত করে কয়জনা"
কলমে- সুরঞ্জন সরকার।
তারিখ-২৬/০৭/২০২০

বসবাসের জন্য মানুষ বাঁধে আপন ঘর,
সবার জন্য আমার ঘরের অনেক পরিসর।
আশা লতায় ঘেরা,তবু ঘরখানা মোর খাসা,
এই ঘরেতে গুণিজনের নিত্য যাওয়া আসা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ আমার ঘরের সাথী,
নিতুই তিনি জ্বালেন আমার আঁধার ঘরে বাতি।
আমার ঘরে অগ্নিবীণায় তান ধরেন নজরুল,
বিদ্যাসাগর রামমোহন রায় ভাঙেন মনের ভুল।
মাইকেলের মেঘনাদ বধে জাগে স্বদেশ প্রীতি,
বঙ্কিমচন্দ্রের উপন্যাসে সমৃদ্ধ হয় স্মৃতি।
জসিমুদ্দিনের পল্লী গাঁথা নিত্য করি পাঠ,
মনের ঘরে বিরাজে তাঁর নকসীকাঁথার মাঠ।
সত্যেন্দ্রনাথ,সুকান্ত আর জীবনানন্দ দাশ,
কাব্যের ঝারি নিয়ে আমার ঘরে করেন বাস।
দেশের সেবায় যে নেতারা রাখেন জীবন বাজি,
আমার ঘরের মাঝে আমি তাদের স্মৃতি খুঁজি।
বিজ্ঞানীরা আমার ঘরে বাঁধেন তাঁদের বাসা,
নতুন নতুন আবিষ্কারে মিটান মনের আশা।
মহানায়ক,মহান গায়ক,মহান চিত্রকর,
এঁরা সবাই আছেন জুড়ে আমার সাধের ঘর।
তেণ্ডুলকার,ম্যারাদোনা, ধ্যানচাঁদদের পাশে,
পারি যেনো বাঁধতে আমার ঘরটি অনায়াসে।
বিশ্ব মাঝে মহান যাঁরা,মিটান মনের দাবি,
আমার ঘরে নিত্য আমি তাঁদের চরণ সেবি।
  --------------------------------------
      (সাতক্ষীরা,বাংলাদেশ)