Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যুগপুরুষ বিদ্যাসাগর : প্রতাপ সিংহ

যুগপুরুষ বিদ্যাসাগর
প্রতাপ সিংহ

কী এক আশ্চর্য প্রদীপ আপনি জ্বাললেন,
যাকে বলে জাদুপ্রদীপ,
ঘন তমিস্রা সরিয়ে আলো হয়ে গেল চারদিক। এই আলোই যে একদিন আমাদের সকলের প্রাণের প্রদীপ হয়ে উঠবে, আমরা কি জানতাম! আস্তে আস্তে অন্ধকার সরে গেল,…


যুগপুরুষ বিদ্যাসাগর
প্রতাপ সিংহ

কী এক আশ্চর্য প্রদীপ আপনি জ্বাললেন,
যাকে বলে জাদুপ্রদীপ,
ঘন তমিস্রা সরিয়ে আলো হয়ে গেল চারদিক। এই আলোই যে একদিন আমাদের সকলের প্রাণের প্রদীপ হয়ে উঠবে, আমরা কি জানতাম! আস্তে আস্তে অন্ধকার সরে গেল, হতাশ হতোদ্যম আমরা দিশা খুঁজে পেলাম। ভাষা খুঁজে পেল চোখ, নীরন্ধ্র অন্ধকার খুঁড়তে খুঁড়তে  তৈরি হয়ে গেল জীবনের প্রকৃত রাস্তা। সমস্ত জীবন জুড়ে আজ যে এতসব রাস্তা ছড়িয়ে পড়ছে চতুর্দিকে সবই তো আপনার জন্য। আপনি না থাকলে কে আমাদের শেখাতেন, কে আমাদের পড়াতেন, কে আমাদের জানাতেন! আমরা যে আজ কবিতা লিখছি, সে তো আপনারই জন্য।আপনিই তো আমাদের প্রথম ছন্দগুরু, নইলে জল পড়িতেছে পাতা নড়িতেছে কীভাবে  আমাদের চিত্তকে স্পন্দিত করত। আমরা যে আজ গান গাইছি, সেই গানের সুরও তো আপনারই কাছ থেকে পাওয়া- নইলে আমাদের রুক্ষ তাপিত জীবন জুড়ে কী করে বেজে উঠত এই মূর্ছনা।
 
        আপনি আমাদের মুখে বুলি ফোটালেন আর অচিরেই তা হয়ে উঠল আমাদের প্রাণের ভাষা।আমরা নিজেদেরকে চিনতে পারলাম - বছরের পর বছর
                  যুগের পর যুগ
গলায় গলা মিশিয়ে বলতে পারলাম‌‌ : সার্থক জন্ম আমাদের,সার্থক আমাদের জীবন। আপনি আমাদের প্রথম শিক্ষক আপনিই আমাদের শ্রেষ্ঠ আচার্য 'হে চিরপ্রণম্য অগ্নি' আপনিই আমাদের ভাষার জীবন্ত ইতিহাস সর্বদা আপনি আমাদের আলোকিত করছেন, চালিত করছেন : চরৈবেতি, চরৈবেতি। রক্তমাংসে নির্মিত আপনি এক আশ্চর্য মানুষ।দুশো বছর ধরে আপনি এই বঙ্গভূমে অক্ষয়, অবিনাশ                 আপনাকে ভাঙা যায় না 
 তোবড়ানো যায় না
  মুছে ফেলা যায় না

বিদ্যাসাগর,আপনি এক অবিস্মরণীয় যুগপুরুষ আপনাকে প্রাণের প্রণাম।