Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - #গদ্য #কবিতা 
 শিরোনাম -- #একটি #কাল্পনিক #চরিত্র
পিন্টু মন্ডল
২৭|০৭|২০
---------------------------------------
কবি কবিতা লিখছে , অগোছালো ঘর
হিজিবিজি কাগজের দলা পাকানো মন্ড ঘরের এদিক সেদিক  !
কব্জা খোলা…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - #গদ্য #কবিতা 
 শিরোনাম -- #একটি #কাল্পনিক #চরিত্র
পিন্টু মন্ডল
২৭|০৭|২০
---------------------------------------
কবি কবিতা লিখছে , অগোছালো ঘর
হিজিবিজি কাগজের দলা পাকানো মন্ড ঘরের এদিক সেদিক  !
কব্জা খোলা জানালার পাল্লা কাত হয়ে দেখছে ,,,,,
কবিতা শেষ হবার অপেক্ষায়  ।
বেদনাতীত ভাবনা গুলো ছটফট করছে বেরিয়ে আসার জন্য ,
না ! কবিতা আসছে না  !

অর্তকিত একটা শব্দ,,, শুনছো  ?
খাবার রেখে দিলুম ,  খেয়ে নিও ,, !

কবি উদাস , আনমনা , কল্পনার আকাশ ঘিরে আছে মন" ।

কাঁচা পাকা দাড়ি, কালো ফ্রেমের চশমা  ,
পাহাড়ের মত খাড়া নাকের পাশ দিয়ে চড়াই উতরাই কালসিটে চামড়ার খাঁজ , ভিতরে ঢুকে থাকা গভীর দুটি চোখ  -----
ভাঙা জানালার ফাঁকে  !

সেই চোখ ছুঁয়ে আছে কিছু না পাবার বেদনা
কষ্টকাকীর্ণ জীবনের আবর্ত ঘিরে  ----
না জানি ,না বলা কথার কত অভিমান ।

সেই শব্দের খোঁজে কবির মন" ।

অনেকদিন আগের স্মৃতি হয়ে থাকা একটি কবিতা আপন খেয়ালে বলে চলেছে ............ ........

             তুমি আমার মেঘ বালিকা
             আমার জীবনের সাগরিকা,
             নীলাকাশ হয়ে আছো তুমি
             শাশ্বত সূর্যের মতো আমি
             আঁধারে  দ্বীপ জ্বালায়
                 তোমাকে খুঁজিবারে
                  দাঁড়ায়ে মরুতীরে
                জীবন সাঙ্গ বেলায়   ,,,,,,,,,, !

হঠাৎ থেমে যায়  ,, কবি কবিতায় মনাগ্ন মন " কবিতার গর্ভ গৃহে ছটপট করতে থাকে ,, নিঃশব্দের আর্তি  ! বিষন্নতা ঘিরে যন্ত্রণার তীব্র দহন  !

কালো সিঁড়ি দিয়ে নেমে আসছে রাত  ....

অর্ধ পোড়া জীবনের বিড়ি
বারবার জ্বালানোর বৃথা চেষ্টা 
অলক্ষ্যে দাঁড়িয়ে শত বিদ্রুপ ।

কবির মাথা নত
না ! আজ আর কিছুতেই আসছেনা কবিতা
কিছুতেই না  !

জানালার ফাঁকে চোখ 
ঐ তো সেই রাস্তা  , যে রাস্তা দিয়ে হেঁটে গেছে কত বসন্ত
ঐ তো সেই পোড়ো মন্দির
একটু আগে কে যেন দিয়ে গেছে সন্ধ্যা প্রদীপ
ঐ তো মন্দিরে বসার সেই থামটা
যেখানে বসে কবিতাকে ভালোবেসেছিল  !

    হঠাৎ আবৃত্তি র একটা কন্ঠস্বর ভেসে এলো  ------
   
   দুটি হাত ধরে জীবনের শেষ বেলা
   ফিরিও না ,,,, ফিরিও না
  ঐ সুদূর দিগন্তে শুরু হবে দুজনার পথ চলা
   তুমি নক্ষত্রের আলো হয়ে রবে বিজনে
   লিখবো কবিতা তুমি শুনবে শয়নে ।
   আমি ডুব দেওয়া ডুবুরি
   প্রেম সমুদ্রে ডুবি
    রাত জাগা পাখি আমি
      তোমার রাতের প্রহরী ।

কবি মাথা তুলে ছটপট করতে থাকে  ,,,,,
এতো ,,,, এতো সেই চেনা কন্ঠ ,,,, তবে কি ,,,, তবে কি ,,,,
না  ! কেউ নেই ,,, মনের ভ্রম  !

কবির মনে পরে  যায়  ,,,,
এই কবিতাটি কলেজের বাৎসরিক অনুষ্ঠানে সাগরিকা র কন্ঠে শুনেছিলো
অপূর্ব কন্ঠস্বর ,,
সামান্য কবিতাকে কি যাদু মন্ত্রে সবাইকে মুগ্ধ করেছিল  ।

কবির মুখে ম্লান হাসি
ফেলে আসা কত স্মৃতি আজ ভিড় করে আসে ।
কবি হারিয়ে যাচ্ছে ফেলে আসা বসন্তের রঙিন পথের গন্তব্যে
কতটা পথ হেঁটে ছিল ,, কতটা সময় এসেছে  ফেলে ।

না ! কিছুতেই কবিতা আসছে না  !

কবির চোখ যায় ডাপ ভাঙা কাপটার দিকে
কোন সকালের খেয়ে রাখা চা- এর কাপটায় সারিবদ্ধ পিঁপড়েদের  ভিড়
কেউ ফিরছে শেষ স্বাদান্ধনে
কেউ বা আসছে কিছু পাবার আশায়
কেউ কেউ পাশাপাশি ,, কেউ কেউ এলোমেলো ।

ছন্দপতন কবির জীবনটা মনে হয় এমনি ।
কবিতার পাতায় মনসংযোগ করার চেষ্টা
কে জানে ,,, কেন এত অস্হির চঞ্চল মন ! 
কেন এত  এলোমোলো ভাবনার মিছিল  .....   

এসময় একটু চা হলে ভালো হতো  !

শূন্য ঘর ,, মাটির কুঁজো থেকে তোবড়ান গ্লাসে একটু জলে প্রাণের স্পন্দন ফিরে আসে ......

খালি পেটের যন্ত্রণা ভুলিয়ে রেখেছে কবিতার পাতা । পাতাতে জীবনের যত আঁকিবুকি!
লাল মেঝের চৌচির হওয়া ফাঁকে পোড়া বিড়ির ছাই জমা হয়ে আছে
যেখানে জীবন যন্ত্রণার নিশ্চিত ঘুম
আর কেউ ডাকবে না ,,,,,,, শীত বর্ষা গীষ্ম বারমাস ।

জানালার সামনে কে যেন দাঁড়িয়ে
ছড়িয়ে কুন্তল , সেই হাসি ,
কবির উৎসুক দৃষ্টি এদিক সেদিক,,,,
না ! কেউ  নেউ ! কেউ নেই ,,,,,
চাঁদ আর রাতের লুকোচুরি  !

কবিকে ঘিরে  ক্লান্তি নামে দু চোখ বুজে
রাতের গহীনে নিশ্চুপ কবিতার কথারা
চাঁদ ডুবে যাবে যাবে  ,,,,
ফুলেদের জাগার সময় পাখি কলরবে
নতুন সূর্য ওঠে  পৃথিবী আলো করে
উঠলো না কবি আর ---
সকালের হাওয়ায় কবিতার পাতা গুলো
একবুক হতাশা নিয়ে---
শূন্যে তাকিয়ে আছে বেঁচে থাকার জন্য ।

কলমে পিন্টু