Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

অব্যক্ত ভালবাসা
হিল্লোল তালুকদার

আমি হয়তো নিরবেই ক্ষয়ে যাব
হয়তো জানবেনা আমার নীরব ভালবাসা,   
যে ভালবাসা তোমায় ঘিরে জমতে জমতে উপচে উঠে
ঝরে পড়েছে অশ্রু হয়ে,
যে ভালবাসা কখনো বলতে পারেনি
একবার তোমার বুকে মাথা রেখে কাঁদতে দাও,
একবা…


অব্যক্ত ভালবাসা
হিল্লোল তালুকদার

আমি হয়তো নিরবেই ক্ষয়ে যাব
হয়তো জানবেনা আমার নীরব ভালবাসা,   
যে ভালবাসা তোমায় ঘিরে জমতে জমতে উপচে উঠে
ঝরে পড়েছে অশ্রু হয়ে,
যে ভালবাসা কখনো বলতে পারেনি
একবার তোমার বুকে মাথা রেখে কাঁদতে দাও,
একবার চোখে চোখ রেখে দেখো,
কতটা ভালবাসা জমে আছে এতটা কাল ধরে।
ফোঁটায় ফোঁটায় জমতে থাকা ভালবাসা
চাক বেধে আষ্টেপৃষ্টে  জড়িয়ে রেখেছে তোমায়।
আমার প্রতিটি দীর্ঘশ্বাসে জড়ানো শব্দগুলো
শুনেছে পূর্নিমার চাঁদ,শুনেছে অমাবস্যা রাত,
শুনেছে জলের ঢেউ, শুনেছে কুয়াশাবিন্দু।
স্মৃতির পরতে পরতে কেবলই ফুসে উঠেছে
তোমায় ভালবাসার অস্থিরতা।
ভালবাসি বলতে না পারাটা আমার ব্যর্থতা নয়,
যে জোয়ারে আমি ভেসেছিলাম,
সেই স্রোত তোমাকে স্পর্শ করতে পারেনি।
পারেনি উথাল-পাথাল ঢেউ তোলে তোমাকে ব্যকুল করে দিতে।
কখনো বুঝতে চাওনি আমার নীরব আহাজারি।
আমার অব্যক্ত অনুভূতিরা আমাকে এখনো তাড়া করে।
যে প্রেমে ভাসতে চেয়েছিলাম তোমায় নিয়ে,
কল্পনায় সাজানো প্রতিটি উষ্ণ মুহুর্তে কেবলই তোমার ছবি।
না হয় হলো না পাওয়া,
আমৃত্যু আমার প্রেম নিভু নিভু করে জ্বলতে থাকুক,
আমারই অভ্যন্তরে।
তবু্ও তো জানবো......
আমিও ভালবাসতে জানি।