কবিতা—ঘূর্ণিমায়া ৷
রচনা—শক্তি কুন্ডু ৷
ঝড়ো হাওয়া বইছিলো চারপাশে ,
ভেঙেচুরে যাচ্ছিলো যা ছিলো... হঠাৎ করে
নদীর ডাকে
চমকে গেলাম আমি ...পা ভেজাবি ?
ভাসবি আমার বুকের ওপর ...!!!
আমি বললাম,
একেই তো ঝড়ের দাপট ...
তার ওপরে নদীর বুকে ভাস…
রচনা—শক্তি কুন্ডু ৷
ঝড়ো হাওয়া বইছিলো চারপাশে ,
ভেঙেচুরে যাচ্ছিলো যা ছিলো... হঠাৎ করে
নদীর ডাকে
চমকে গেলাম আমি ...পা ভেজাবি ?
ভাসবি আমার বুকের ওপর ...!!!
আমি বললাম,
একেই তো ঝড়ের দাপট ...
তার ওপরে নদীর বুকে ভাসতে যাওয়া ...না রে
আমার দ্বারা হবেনা এসব !!
নদী বললো তোর ভেতরে ভাসতে পারার ইচ্ছে আছে ,
তোর চোখ দুটো তো তাই বলছে ,
হাবভাবে ও একই শব্দ
নীরব হলেও জীবন্ত সব ৷
ধরা পড়লাম ....ভাসতে গেলাম ,
মাঝ নদীতে নৌকা ডুবি,
স্বপ্নগুলো গেলো ডুবে অতল তলে !
এখন শুধু ইতিহাস আর স্মৃতির ঘোরে জীবন কাটাই ৷
তবে শাখানদী উপনদী আশেপাশে ঘুরতে আসে মাঝে মধ্যে...
নানান রকম তোষামোদি কথা বলে অহেতুকি ....!কান পেতে দিই ...
মন পাতিনা ...নদীর থেকে তোষামোদী কথা শুনে
নষ্ট হবার গল্পগুলো ভুলিনি যে!!
আজ অভিজ্ঞতার চাদর দিয়ে ...সামলে চলি
ঝড়ো হাওয়া ,
নদীর ডাক আর তোষামোদী !!
ঋণীও বটে এদের কাছে ...জীবন তরী বাইতে এসে ওদের সাথে দেখা হওয়া জরুরি খুব
শক্তি আসে মনে প্রাণে
উজানে নৌকা টানার !!