দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা (১৭)
#শিরোনাম_এ-ই মেয়ে,
#শ্বেতা_ব্যানর্জী
আজ কালো মেঘের ঘনঘটা ডাক পাঠলো...
এ-ই মেয়ে তুই বৃষ্টি হবি!!
ইচ্ছে করে বৃষ্টি হ'তে
মেঘ বাড়িতে গিয়ে
ইচ্ছে করে ভিজিয়ে দিতে.
মেঘ কে সঙ্গে নিয়ে...
ত…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা (১৭)
#শিরোনাম_এ-ই মেয়ে,
#শ্বেতা_ব্যানর্জী
আজ কালো মেঘের ঘনঘটা ডাক পাঠলো...
এ-ই মেয়ে তুই বৃষ্টি হবি!!
ইচ্ছে করে বৃষ্টি হ'তে
মেঘ বাড়িতে গিয়ে
ইচ্ছে করে ভিজিয়ে দিতে.
মেঘ কে সঙ্গে নিয়ে...
তাহলে আয় ছুটে...
আসতে তো ইচ্ছে করে,
তবুও মিছেই রে তোর সাধা।
প্রাণ কাঁদে যে তোর তরে,
তবে দু"পায়ে বেড়ি বাঁধা।
খোলরে মেয়ে, বেড়ির বাঁধন,
উড়িয়ে দে তোর চুল।
উতল হাওয়ায় ধররে নাচন
মেঘ ভেবে সব করুক ভুল।
নাচন!!? আমি!!?
চোখে ঝরুক বিদ্যুৎ বাণ,
হাতে তুলে নে বজ্র।
ভোল রে মেয়ে মান-অভিমান,
চুকিয়ে দে তুই কর্জ।
ভয় কীরে তোর!! ভাসবো দু'জন..
ঝরবো দু'জন, নদীর বুক,
মেলবো ডানা, ভাবনা সুজন,
দুইজনাতেই স্বর্গ সুখ।
এই মেয়ে তুই বৃষ্টি হবি!! মাখবি সুখ!"
তবে আয় ছুটে...
সকল বাঁধন যাক টুটে..।
মোরা দুইজনা তে মাখবো সুখ।
শ্বেতা ব্যানার্জী
৬" ৭" ২০