Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা প্রতিযোগিতা পর্ব  17

6/7/2020
পূর্ণিমা ঘরে ফেরেনি
অমল ভট্টাচার্য্য
-------------------------------

পূর্ণিমা একরাতে ঘরে ফেরেনি,
চেষ্টা করেছিল তবুও পারেনি।
পূর্ণিমা গাঁয়ের শিক্ষিতা মেয়ে,
আজকে একা , বাবা মা কে হারিয়ে।

পূ…


দৈনিক সেরা প্রতিযোগিতা পর্ব  17

6/7/2020
পূর্ণিমা ঘরে ফেরেনি
অমল ভট্টাচার্য্য
-------------------------------

পূর্ণিমা একরাতে ঘরে ফেরেনি,
চেষ্টা করেছিল তবুও পারেনি।
পূর্ণিমা গাঁয়ের শিক্ষিতা মেয়ে,
আজকে একা , বাবা মা কে হারিয়ে।

পূর্ণিমা গরীব ঘরের মেয়ে,
মাটির ঘরে ঘুমায় চাঁদকে সাথে নিয়ে।
অনেক কষ্টে জুটিয়েছে কাজ শহরে,
সেদিন সে পারলো না ফিরতে ঘরে।

প্রত্যুষে ফিরছে যখন ঘরে,
মাসিমা, কাকিমাদের চোখ
তাকে দেখে ঘুরে ঘুরে।
সেসব চোখের জিজ্ঞাসা অনেক,
দু একজন এসে নিমেষে প্রশ্ন শুধায় শতেক।

হাঁফ উঠে যায় দিতে তাদের প্রশ্নের উত্তর,
পূর্ণিমা শেষে থাকে নিরুত্তর।
প্রশ্ন থেকে শুরু হয় ফিসফাস,
ফিসফাসের বার্তা বয়ে নিয়ে যায় বাতাস।

কলঙ্কিনী, বাজে স্বভাব , লেখা হলো তার ললাটে,
তাকে দেখে দেয় শিস্  পাড়ার ভদ্রবেশী বখাটে।
ঘরে বসে একা কাঁদে পূর্ণিমা,
বালিশ ভিজিয়ে ডাকে মা মা মা।

অবশেষে সে আনে কিনে আয়না,
বিবস্ত্র হয়ে খুঁজতে থাকে
শরীরের কোথায় আছে লেখা চরিত্রহীনা।
খুঁজে খুঁজে সে ক্লান্ত হয়ে যায়,
অবশেষে সাহস করে উঠে দাঁড়ায়।

বাইরে তাকিয়ে দেখে আকাশ বদলেছে তার রঙ,
ঘন কালো অন্ধকারে সেজেছে সঙ।
আয়নায় পড়েছে ধরা কালো পৃথিবীর,
পূর্ণিমা নিজেই মেখে নেয় একমুঠো আবীর।
-------------------------------------------------------------