Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

।।একটু ভেবে দেখো।।
।।কলমে: নরেশ বৈদ্য।।
------------------------------------------------------
মাত্র এক পশলা শ্রাবণ,আশা কি বড় বেশি বেমানান মনে হয়?
তাহলে কেন নামিয়ে আনলে সাড়া দেওয়া ডাকে আবেগের পরাজয়?
আসল,না নকল ভাবতে গিয়ে …


।।একটু ভেবে দেখো।।
।।কলমে: নরেশ বৈদ্য।।
------------------------------------------------------
মাত্র এক পশলা শ্রাবণ,আশা কি বড় বেশি বেমানান মনে হয়?
তাহলে কেন নামিয়ে আনলে সাড়া দেওয়া ডাকে আবেগের পরাজয়?
আসল,না নকল ভাবতে গিয়ে বলির যূপকাষ্ঠ আনলে টেনে!
এই বিকেলে আর কি লুকানো থাকতে পারে গোপনে গোপনে?
সময়ের করাল ছায়াতে মুখেতে মুখোশ বেঁধেছে ডেরা,উৎকণ্ঠার এবড়ো খেবড়ো সুনামি বহর
এরই ফাঁকে জীবনের কিছু কথা-কিছু ব্যথা,এই ভাবনা ধারায় চলতো খানিকটা সময় লহর
এর থেকে বেশী আর কিছু কি থাকতে পারে সুদীর্ঘ ছায়াপথ ঘিরে?-হয়তো বইতো খানিকটা হু-হু হাওয়া
পুড়ে যাওয়া অবুঝ গালিচা ঘিরে,চোখ বুজে প্রবাহিত তরঙ্গে দুলে চলতো জীবনের গান গাওয়া
ব্যস্ততার অভিপ্রায়ে পালিয়ে বেড়ানোর নদীর মতো নিজেকে সরিয়ে নিলে!
আবার ও বৃষ্টির আকাল,পাঁজরে গোপন আঁতাত আজও কি গেছো ভুলে?
--------------------------------------------------------
২৪/৭/২০২০--অবুঝ মন-