Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা
কবিতা বিভাগ
শিরোনাম-
#এ_কোন_খেলা
কলমে- শৈলেন মন্ডল
০৭.০৭.২০২০

কেন এ বুকে তুলে দিলে আগলভাঙা ঝড় বাদলের তীব্র উচ্ছ্বাস।

মন কেমনের রাতে শুধু তোমারই আনাগোনায় মন উথাল পাতাল।

ভয়ে কাঁপে বুক শুধু তোমার মে…


সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা
কবিতা বিভাগ
শিরোনাম-
#এ_কোন_খেলা
কলমে- শৈলেন মন্ডল
০৭.০৭.২০২০

কেন এ বুকে তুলে দিলে আগলভাঙা ঝড় বাদলের তীব্র উচ্ছ্বাস।

মন কেমনের রাতে শুধু তোমারই আনাগোনায় মন উথাল পাতাল।

ভয়ে কাঁপে বুক শুধু তোমার মেহগিনি দেবদারু দোলায়।

কেন জাগালে প্রেমের অশনী ভরা তরঙ্গায়িত দোদুল দোলা। আমায় নিয়ে কেনই বা মাতাল নতুন খেলায় আবেশী হয়ে।

জানো না কি তুমি মনে জাগে মর্মস্পর্শী শিহরন জাগানো নতুন আবেশ।

তোমারই নতুন আবেশী খেলায় যেন উথলে পড়ে নীল সমুদ্রের নীল ঢেউ।

বালুকা রাশির কিনারা হারিয়ে চলে যাই সুদূর সপ্তসাগর পাড়ি দিতে তোমারই হাতছানিতে ভালবাসায় তলিয়ে গিয়ে।

হয়ে যাই আরও দিকভ্রান্ত নাবিকের মতো দিশেহারা। নিজের গতিবিধি অবাধ্য হয়ে নিজের কাছে পরিধির জালে।

তোমার অসীম ভালবাসায় হারিয়ে গেছে নিয়ন্ত্রনের গতিপথ সুদূর মায়াজালের লালিমালিপ্ত প্রানের হরষে।

ফিরে এসো নিজের নিয়ন্ত্রন রেখায় ভালোবাসায় আবদ্ধ করো আমায় বাহুডোরে।

আবার তাকিয়ে দেখো তুমি অধঃনিমিলীত নয়ন ছেড়ে আবেশী সুনয়নে।

তোমার বানভাসি প্রেমের অমোঘ টানে নিজের সম্বিৎ ও ফিরে আসছে না যে।

আপন মগনে লাগাম লাগাও,  শান্ত হও তুমি আর দিশেহারা মনটাকে শান্ত করো।