Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা 
#ও_ঝিরিঝিরি_বৃষ্টি_রে..... 
                           মনিকান্ত  ।          ০৬/০৭/২০২০ ===================================== আজকাল বড্ড ভালো লাগে ভিজতে।  আসলে অল্প একটু ভিজলেই আর আলাদা করে লুকোতে হয় না চোখ।  লু…

দৈনিক প্রতিযোগিতা 

#ও_ঝিরিঝিরি_বৃষ্টি_রে..... 

                           মনিকান্ত  ।          ০৬/০৭/২০২০
=====================================
আজকাল বড্ড ভালো লাগে ভিজতে। 
আসলে অল্প একটু ভিজলেই
আর আলাদা করে লুকোতে হয় না চোখ। 
লুকোতে হয়না কতকিছু সরে গিয়েছিল গত সন্ধ্যার বিমর্ষতায়, 
লুকোতে হয়না কতটা গভীরতা মেপেছিল গত রাতের নিরঙ্কুশ ভাবনারা... 

অথচ একটা পাহাড় দাঁড়িয়ে থাকে তখনও, 
শামিয়ানার কালো দাগে ভাসে টলমলে ভবিষ্যতের প্রতিচ্ছবি, 
অজান্তেই বারবার পথ আগলায় তোর ছেড়ে যাওয়ার ইচ্ছেরা --
বলতে চায়, সে দূর'টা আদপে কোনো দূরত্ব'ই ছিল না....

------- অথচ আমরা ভেবে গেছি কয়েক আলোকবর্ষ। 

তারপর চুপিসারে একটা মেঘ নেমে আসে জানলার পাশে, 
আলো আঁধারিতে মুছে নিই চোখ - মুখ - শরীর। 

বুঝতেই পারি না ততক্ষণে ভোর ছুঁয়ে যায় দরজার মখমল.....

                       ////////////////////////