#জীবনের_বৈচিত্র্যময়_কষ্ট
আফসানা আহমেদ সিলভি
০৬/০৭/২০২০ইং
আলো আছে কোথাও মেঘকনা নেই সূর্যের
প্রখর তাপে আমি ক্লান্ত,
ক্লান্ত হওয়ার সুযোগ সেটা কখনও
নেই তো নেই আমার।
রোবটের মতো সোজা চলি চলন্ত মেশিন
নিজস্বতা কই?
অসুখটা বেড়েছে দীর্ঘদি…
#জীবনের_বৈচিত্র্যময়_কষ্ট
আফসানা আহমেদ সিলভি
০৬/০৭/২০২০ইং
আলো আছে কোথাও মেঘকনা নেই সূর্যের
প্রখর তাপে আমি ক্লান্ত,
ক্লান্ত হওয়ার সুযোগ সেটা কখনও
নেই তো নেই আমার।
রোবটের মতো সোজা চলি চলন্ত মেশিন
নিজস্বতা কই?
অসুখটা বেড়েছে দীর্ঘদিন ধরে হাহাকার
বৃদ্ধ বাবার!
অভাবের সংসার চলার দুমুঠো ভাতের
অর্থের দরকার?
সড়কের গোলচত্বরে আপন ভাইয়ের তাজা
রক্তে কাটা লাশ!!
গরীবের ভাই মরেছে তা'তে কি? মিডিয়ার
নেই কোন তালাশ!
মসজিদে মসজিদে পবিত্র ঘরটিতে চলছে
মৃত্যুর হাঙ্গামা!!
জঙ্গি গোষ্ঠীর প্রাণশক্তির জঙ্গি নাস্তিকতা
মানুষকে করেছে অমানুষ!!
কন্যা সন্তানের ভয়ংকর বেঁচে থাকার লড়াই
স্তব্ধতায় পিতা মাতা...
জীবন্ত ষোড়শী কন্যার আগুনে ঝলসানো
যন্ত্রণার পোড়া আত্মনার্দ!!
বাতাসের বালি কণায় পিচ ঢালা কুচকুচে কালো
মুখোশে আবৃত প্রেতাত্মা।
বিস্ময়কর অদ্ভুত অমানবিক অমানুষ গুলোর
অভদ্র চালচিত্র,
বিধাতা তুমি কি পরীক্ষায় ফেললে আজ কোন
ভয় নেই কুলাঙ্গারদের!!
মাঠ শুকিয়ে ফেটে ফেটে চৌচির বৈশাখের
কাঠ ফাটা রৌদ্রজ্জ্বলে,
চাষীভাইর চাষাবাদ বন্ধ পেটে ভাত নেই ঘরে-
চাল নেই ,
চাই বৃষ্টি বৃষ্টিতে ভিজবে কৃষকের চাষ ফলবে
ফসল হাসবে কৃষক।।
হাজারো কষ্টের শব্দটা বড় কষ্টের পাথরে পাথর!
আমি নিরবে নিরবে কষ্ট পেতে থাকি...
ভালবাসা কাকে বলে ভুলেছি কবে, মায়ার ছোঁয়া
আবেগ আর মমতার বন্ধন,
ছিদ্র টিনের থালার ফুঁটোর মতই ভেঙ্গে চুরমার
আমার বুকের পাঁজর...
আমি লড়বো লড়াইয়ে জিতবো যুদ্ধের যোদ্ধার-
নারী আমিই হবো।
---------------------------***------------------------------