দৈনিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব ৭
২৬/০৭/২০২০
দীর্ঘ ত্রিপদী ছন্দে কবিতা
( অক্ষর বৃত্ত ৮+৮+৬)
শিরোনাম ঃ জীবন সফর
মৃগাঙ্ক মোহন জানা
আমার স্বপন চোখে গাঁয়ের সবুজ বুকে
চাষী গান গায়,
দিগন্তে সীমানা পরে ছোটো বড়…
দৈনিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব ৭
২৬/০৭/২০২০
দীর্ঘ ত্রিপদী ছন্দে কবিতা
( অক্ষর বৃত্ত ৮+৮+৬)
শিরোনাম ঃ জীবন সফর
মৃগাঙ্ক মোহন জানা
আমার স্বপন চোখে গাঁয়ের সবুজ বুকে
চাষী গান গায়,
দিগন্তে সীমানা পরে ছোটো বড়ো কুঁড়ে ঘরে
মন বাঁধা তায়।
সে গানের মেঠো সুরে আমার হৃদয় পুরে
জাগে শিহরণ,
গাঁয়ের বালিকা বধূ ফুলে ফুলে ভরা মধু,
প্রভাত কিরণ,
শ্যামল আঁচলে ঢাকি কোন মাটি নাই বাকি
এমন সবুজ,
এসেছি এ সব নিয়ে নয়নের মণি দিয়ে
মন যে অবুঝ।
অলস স্বপন আঁকি মন দিতে চায় ফাঁকি
কি করি উপায়।
ফেলে আসা সময়েরে ফিরে দেখি, নয় দূরে
ছুঁয়ে দেখি তায়।
কল্পনার পাখা দিয়ে তাই ঘুরে আসি গিয়ে
উড়ুউড়ু মনে,
ফিরে পাই পুরা'কাল গভীর স্বপন জাল
হারানো সে ক্ষণে।
এক নিমেষে হারিয়ে স্মৃতি পথটা পেরিয়ে
বসি গিয়ে ডালে,
যেখানে করিছে খেলা আমার সে ছোটো বেলা
জীবন সকালে,
যেন লুকোচুরি খেলা আমার সে ছেলেবেলা
তাহাতে আমায়,
খেলা মত্ত যে শিশু টি জাগিল স্বপন টুটি
নিজেরে ফিরায়।
স্বপন আর সত্য মিলে মোর সাথে দোল খেলে
দোলা দেয় মন,
এমন এক সফর যেন নিজের নফর।
এতো সে আপন।
গাঁয়ের সাথে জীবন যেন নব যৌবন
ফিরে ফিরে পায়,
ডুবি আর ডুবি শুধু সে যে কী ভীষণ মধূ
আশা মিটে তায়।
মিটায় মনের আশা যেন সে নব জলে ভাসা
কাটিয়া সাঁতার,
চাহেনা ছাড়িয়া আসি, সারাদিন ধরে ভাসি
অকুল পাথার।