Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব --১৩
বিভাগ --কবিতা
কবিতা --আমিই শুধু বাঁচি
অজয় চক্রবর্তী
০১  ০৭  ২০২০

পুরস্কার যেন তিরস্কারের মতো মনে হয়।
সেই ফুল, সেই মানপত্র, সেই সম্বর্ধনা, সেই হাততালি।
সবকিছু একই সুরে বাঁধা।
যে পায় স…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব --১৩
বিভাগ --কবিতা
কবিতা --আমিই শুধু বাঁচি
অজয় চক্রবর্তী
০১  ০৭  ২০২০

পুরস্কার যেন তিরস্কারের মতো মনে হয়।
সেই ফুল, সেই মানপত্র, সেই সম্বর্ধনা, সেই হাততালি।
সবকিছু একই সুরে বাঁধা।
যে পায় সে পেয়েই যায়, যে পায়না কখনোই পায়না।

কাব্যের আকাশে ধ্রুবতারা হারিয়ে যাচ্ছে।
শত সহস্র তারার মধ্যে যে তারাটা খসে যাচ্ছে
সেখানে খালিই থেকে যাচ্ছে,
আসছে না তো নতুন তারা।

নাম, যশ সবই তো হলো কিন্তু মানুষ কি কিছু পেল?
তাহলে কি কোনো কিছুর বিনিময়ে এই প্রত্যাশা?
অগ্নিঝরা লেখনী আর তো ফিরে আসে না,
কবিতায় আর আগুন ঝরে না,
কবিতায় আর প্রেম আসে না,
কবিতায় প্রত্যয় নেই কোনো,
কবিতায় ভালোবাসা জাগে নাতো আর।

তবুও লিখছি ।
তবুও লিখছি, পড়ছি,উৎসব করছি,
সম্ভাবনার দিকটাতো শুধুই হাহাকার।
বিনিময় শুধু আমার আর তোমার মধ্যে,
সাধের পূরণ সাধ্যের মধ্যে।

না থাক কোনো কাব্য তবুতো কাব্যের মাঝে আছি,
মানুষ কিছু নাইবা পেল আমিই শুধু বাঁচি।
না হোক কবিতা, না হোক কাব্য তবুও কলম চলুক,
কাব্যের মাঝে মানুষ শুধুই মানুষের কথা বলুক।