Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক সেরা - কলম - সম্মাননা        প্রতিযোগিতা পর্ব - ১৩
বিষয় - উন্মুখ ;
তারিখ - ৩০/০৬/২০
বিভাগ - কবিতা।
# তুমি - বন্ধনহীন।
# শম্পা দাশগুপ্ত।

যেকথাটা বলিনি এতোদিন
 আজ থেকে তুমি বন্ধনহীন
নিঃস্ব করে নিজেকে করেছি ফাঁকা ----

বুকের…


#দৈনিক সেরা - কলম - সম্মাননা        প্রতিযোগিতা পর্ব - ১৩
বিষয় - উন্মুখ ;
তারিখ - ৩০/০৬/২০
বিভাগ - কবিতা।
# তুমি - বন্ধনহীন।
# শম্পা দাশগুপ্ত।

যেকথাটা বলিনি এতোদিন
 আজ থেকে তুমি বন্ধনহীন
নিঃস্ব করে নিজেকে করেছি ফাঁকা ----

বুকের গভীরে থাকা মায়া
আয়নাতে পরে ছায়া
নীরবে দাঁড়িয়ে দেখি একা ----

জ্বেলে রাখা নিভু নিভু আলো
সময় তাকেও নেভালো
করবো না আর কোনো শোক।

যে তুমি সময় বিশেষে
ধরেছিলে হাতখানি হেসে
হারিয়ে গেছে সেই ঝোঁক।

খুঁজে পাওয়া নতুন এক দিশা
কাটাতে টান আর নেশা
টেনে দাও তাই দীর্ঘ  দাঁড়ি....

সেদিন যা মন চেয়েছিল
জমেছে অভিমানগুলো
সেও আজ চলে গেছে ছাড়ি !

যতটুকু তুমি নিয়ে গেলে
অযত্নে তারে দূরে ফেলে
কথা সব লাগবেই বাসি।

এতো কিছু সব অকারণে
ভেবে চলি আনমনে
 এবার নিজেকেই ভালোবাসি।