Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা, পর্ব -- ২৬
কবিতার শিরেনামঃ বয়সে কি ফুরায় সব
হোসাইন মকবুল
২৯/০৭/২০২০

বয়সে কি ফুরায় সব

  হোসাইন মকবুল

বয়স হলেই কি ফুরায় সব!
বয়সে কিবা এসে যায়,
বয়স তো একটি সংখ্যা মাত্র।
কুঁজো যে তারও ইচ্ছে করে


দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা, পর্ব -- ২৬
কবিতার শিরেনামঃ বয়সে কি ফুরায় সব
হোসাইন মকবুল
২৯/০৭/২০২০

বয়সে কি ফুরায় সব

  হোসাইন মকবুল

বয়স হলেই কি ফুরায় সব!
বয়সে কিবা এসে যায়,
বয়স তো একটি সংখ্যা মাত্র।
কুঁজো যে তারও ইচ্ছে করে
চিত হয়ে শুয়ে দেখে নীলিমার চাঁদ।
অন্ধ প্রেমিক যে,
গন্ধ শুকে সেও চেনে লাল গোলাপ।

বয়সের আর কি দোষ বলো --
বয়স হলেই কি ফুরায় সব!
লোকে বলে, পুরুষ, সে তো বটবৃক্ষ
বয়সে তার কিবা এসে যায়।

একটুখানি মুটিয়ে গেলে,
না হয় কয়েকটি কেশ যদি হয় সাদা,
নারীও কি হারায় সব!
প্রেম কি কখনও হারায়,
প্রেম আষাঢ়ের মেঘ, শ্রাবণের ঢল,
যখন নামে উথাল পাতাল,
ভাসায় একূল ওকূল।

(পরিমার্জিত)
---০---
১৯/০৭/২০২০