Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব -- ২৬

কবিতা-- তুই চলে গেলে
কলমে -- শ্যামল ব্যানার্জী
তারিখ -- ১৯/০৭/২০২০

তুই চলে গেলে আমি কথা রাখি।
আমি তখনও পরগাছার মতোই তোকে জড়িয়ে থাকি।
অন্ধকারের সাথে কথা বলি, পাগলের মতো খেলি অন্ধকার …


দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব -- ২৬

কবিতা-- তুই চলে গেলে
কলমে -- শ্যামল ব্যানার্জী
তারিখ -- ১৯/০৭/২০২০

তুই চলে গেলে আমি কথা রাখি।
আমি তখনও পরগাছার মতোই তোকে জড়িয়ে থাকি।
অন্ধকারের সাথে কথা বলি, পাগলের মতো খেলি অন্ধকার বুকে ধরে।
আমি কথা রাখি তুই চলে গেলে।
কথার পিঠে কথা সাজাই নিজের মতন করে।
তবু অনেক কথা থেকে যায়, হাওয়ায় ভেসে থাকা ধুলি কণায়,
কিছু তার হারায় মলিন হতে হতে,
তবুও আমি কথা রাখি তুই চলে গেলে,
আমি কথা রাখি, জোনাকির মতো
প্রতিদিন নিজেকে জ্বালিয়ে।
তুই চলে গেলে, বুকের পাঁজর ভাঙি
দেওয়াল ঘড়ির সাথে, শব্দহীন রাতে।
নেবুলা ছায়াপথে আমি হেঁটে যাই একা,
বিস্মরণের কবিতার ছেড়া পাতা খুঁজে ফিরি, অন্য মনে, তুই চলে গেলে পর।
তুই চলে যাস একটু একটু করে দিগন্ত রেখায়, হারায় তোর আঁচলের ভাজে শকুন্তলা,
নিশ্বাসে কাঁটা বেধে বুকের ভেতর, গলায় অব্যক্ত না বলা ব্যাথা,
 মনে হয়, তুই চলে গেলে পর।
তুই চলে গেলে পর আমি কথা রাখি,
তুই চলে গেলে পরে ভালোবাসা রেখেছি আমি
কোনো এক নামহীন বন্দরে কিংবা ভাসিয়ে দিয়েছি কৃষ্ণা কাবেরীর জলে,
তবুও যাইনি অন্য কোথাও, কোনো অস্থায়ী ঠিকানায়।
আমি কথা রাখি তুই চলে গেলে পরে।