|| বলির পাঁঠা||
|| বিষয় : ছড়া ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 14.07.2020 ||
বাবার বাহন ষন্ডদাদা
একটু যদি শোনেন
বাবার কানে আমার কথা
একটু যদি তোলেন !
ঘুরছি দাদা এইতো সাথে
দেখুন বায়ও ডাটা
লেখা আছে সব কিছু খাই
বলেও সবাই স…
|| বলির পাঁঠা||
|| বিষয় : ছড়া ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 14.07.2020 ||
বাবার বাহন ষন্ডদাদা
একটু যদি শোনেন
বাবার কানে আমার কথা
একটু যদি তোলেন !
ঘুরছি দাদা এইতো সাথে
দেখুন বায়ও ডাটা
লেখা আছে সব কিছু খাই
বলেও সবাই সেটা ।
গাছ মুড়িয়ে খেলাম যদি
সে গাছখানা শেষ
আনন্দেতে ব্যা ব্যা করি
মনে সুখের রেশ ।
দোষের মধ্যে গায়ে গন্ধ
সেটা একটু আছে ।
বড় মাইনাস করি যখন
পাবেন ময়রা'র কাছে ।
এত গুণপনার পরেও
আমি কেন বেকার ?
ইঁদুর পেঁচার নেই কোন গুন
তবুও কেন সাকার ?
আপনি মশাই বাবার চ্যালা
চারিদিকে নাম
আমার জন্য একটু ভাবুন
দিন না করে কাম ।
থাম থাম রে ! রামপাঁঠা তুই
বুদ্ধি নেই তোর ঘটে ?
চাকরি পেতে প্লাস মাইনাস
এসব কি কথা বটে ?
গায়ে গন্ধ কথায় গন্ধ
মুখে নেই তোর আঠা !
এই দেখ তুই বাবার আদেশ
থাকবি বলির পাঁঠা ।