দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব-২১
বিভাগ : কবিতা
শিরোনাম : ছিন্নমূল
কলমে : সজীব মজুমদার
তারিখ :14/07/2020
' ছিন্নমূল '
ব্যথার আকুতির মাঝে জ্বলছে ত্রিলোকের ডঙ্কা ,
বিভুর তাড়নার মাঝে চকিত
বজ্র গর্ভের শঙ্কা।
ত…
প্রতিযোগিতা পর্ব-২১
বিভাগ : কবিতা
শিরোনাম : ছিন্নমূল
কলমে : সজীব মজুমদার
তারিখ :14/07/2020
' ছিন্নমূল '
ব্যথার আকুতির মাঝে জ্বলছে ত্রিলোকের ডঙ্কা ,
বিভুর তাড়নার মাঝে চকিত
বজ্র গর্ভের শঙ্কা।
তবুও সরেনি মর্ত্যলোকের হলুদ পর্দা।
নিঃশব্দের শিহরণে ,ক্ষুধিত প্রাণে
জেগে থাকা প্রদাহের জ্বাল ,
বিবেকের সহিষ্ণু অনলে ধুঁকছে
বিষ কণ্ঠের জটাজাল।
নাভিপ্রদেশের প্রদীপ্ত আলো অভিযোজন রেখায়
নিশ্চুও দেওয়াল ।
লোভাতুর নেশার ঘুমে বিতাড়িত
মৃত্যু পিপাসার বিচ্ছুরণ ,
মিথ্যার সংবৃত্তে পতিত
ইন্দ্রধনুর রক্তরং।
এ যেন স্নায়ুর রক্তজালকের
গভীরে পিষে থাকা এক ময়লা রোদ্দুর,
শান্ত প্রবোধের অকুন্ঠ নীরবতার
ভাগ্য সন্ধি সুদূর।