Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা  -  উত্তরণ
বিভাগ  -  গদ্য কবিতা
কলমে  - স্বপন গায়েন
তারিখ  -  ২৬|০৭|২০২০
***************************

জীবনের উত্তরণ আছে মানুষের নিষ্ঠা ও সততায়
চেনা ছক বদলে খুঁজে নিতে হবে উত্তরণের সিঁড়ি
নিষ্ঠা আর কঠি…


দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা  -  উত্তরণ
বিভাগ  -  গদ্য কবিতা
কলমে  - স্বপন গায়েন
তারিখ  -  ২৬|০৭|২০২০
***************************

জীবনের উত্তরণ আছে মানুষের নিষ্ঠা ও সততায়
চেনা ছক বদলে খুঁজে নিতে হবে উত্তরণের সিঁড়ি
নিষ্ঠা আর কঠিন শ্রমে মানুষ পেতে পারে নতুন জীবনের স্বাদ।

অন্তহীন শূন্যতার মাঝে খুঁজো না সাফল্যের পথ
জীবনকে ভালবাসে মুক্ত মনে দেখতে হবে নীল আকাশ
পাখির পালকের মতো নরম ভোরের সন্ধানে ছুটে বেড়ায় মানুষ।

নিজের অদম্য ইচ্ছে না থাকলে সাফল্য আসে না
প্রবল তৃষ্ণায় ছাতি ফেটে যাক তবুও চলতে হবে
নিষ্ঠা আর শ্রমই পারে সেই তৃষ্ণার জল দিতে।

নিদাঘ দুপুর, ধূলো ওড়া বৈশাখী রাস্তা
তবুও বাঁচতে হবে, নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে
উত্তরণের সিঁড়ি এতো সহজে মেলে না, লক্ষ্যে রাখতে হবে স্থির অবিচল।

                **********