Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

সহিষ্ণু প্রশয়,,,,

সহিষ্ণুতার প্রশয়ে ধরা পড়া কথা,
 মাপজোকের মাপ-কাঠিতে  মিথ্যা বারতা।

নির্ভর করো না'কো  পরের মানসিকতায়,
নিজ জয়গান লেখো  নিজ জয়গাঁথায়।

রক্ষণশীল পরিবারে অনভ্যাসের ঢেউ,
সাঁতারু হতে পারেনা তো    যে কেউ।

আছড়ে পরে য…


সহিষ্ণু প্রশয়,,,,

সহিষ্ণুতার প্রশয়ে ধরা পড়া কথা,
 মাপজোকের মাপ-কাঠিতে  মিথ্যা বারতা।

নির্ভর করো না'কো  পরের মানসিকতায়,
নিজ জয়গান লেখো  নিজ জয়গাঁথায়।

রক্ষণশীল পরিবারে অনভ্যাসের ঢেউ,
সাঁতারু হতে পারেনা তো    যে কেউ।

আছড়ে পরে যন্ত্রণারা জীবনের মাস্তুলে,
মন বাঁধ খানখান অহমিকার ভুলে।

ঘূর্ণিপাক ঘুরে চলে দুর্যোগের রাতে,
নোনাজলের স্বাদ মেশে বেহিসাবি স্রোতে।

সূযোগ-সন্ধানী  খোঁজে অমৃতের স্বাদ
সূযোগ দিলে জীবন হবে বরবাদ।

সূ্যোগের ছাতায় তাই, দিয়ো নাকো ঠাঁই,
ভিজতে হবে তোমাকেই পাবেনা রেহাই।

নিজ  মাথা নিজে বাঁচিয়ে  চলো..
আশপাশ  পড়ে থাক গুছিয়ে খেলো।

দুর্বল ভেবে আচ্ছাদন দেওয়া হবে মিছে,
ক্ষয়িষ্ণু সময় তোমায় টানবি যে পিছে।

আচ্ছাদন দিয়ে তুমি যদি হও  আশ্রয়দাতা,
পড়িবে  সাপের মুখে স্বয়ং, জানেন বিধাতা।

তাই,, জীবনের সাপ লুডো মন দিয়ে খেলো
সত্য যা, তাই তুমি মেপেমুপে  বলো।

নয়তো  ঝড়ের দাপটে হবে খান-খান,
খোয়াবে তুমি তোমার আত্মসম্মান।

#শ্বেতা ব্যানার্জী #
৫,৭, ২০