সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব (১৬)
বিভাগ - কবিতা
২৪ শে জুলাই ,২০২০
কবিতা - টেলিফোন
কলমে - সংঘমিত্রা সরকার কবিরাজ
যখন নুড়িপথ ভাঙছিলাম অন্ধকারমাখা
মিষ্টি পাখির কূজনে বেজে উঠেছিলো ফোনটা।
ওপারে বিচলিত অধীর অপেক্ষাতে তুমি ,
এ প্রা…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব (১৬)
বিভাগ - কবিতা
২৪ শে জুলাই ,২০২০
কবিতা - টেলিফোন
কলমে - সংঘমিত্রা সরকার কবিরাজ
যখন নুড়িপথ ভাঙছিলাম অন্ধকারমাখা
মিষ্টি পাখির কূজনে বেজে উঠেছিলো ফোনটা।
ওপারে বিচলিত অধীর অপেক্ষাতে তুমি ,
এ প্রান্তে মরা মাছের চাউনিতে আমি।
আনমনে শুনে যায় তোমার কথা
স্বার্থকে স্বার্থক করে বোধহীন ভাষা
শব্দে শুধু দরকার আর প্রয়োজনীয়তা।
মনের ভিতর আনন্দের সাথে গরলময়তা।
রংবিহীন বেআব্রু শব্দে থাকে না পশম ওমটা
গিরগিটির লেজটা অনেকদিন গেছে কাটা।
একসময় রাস্তা শেষে উঁচু টিলার আলমাখা রেখা
আমার হাতে তখনও যান্ত্রিক টেলিফোন রাখা।
কপি রাইট
@ সংঘমিত্রা সরকার কবিরাজ।