Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব
বিভাগ-,গদ্য কবিতা
শিরোনাম-মেষ চরিয়েই কাটুক  জীবন
 কলমে-স্মৃতি দত্ত
২০/৭/২০

কিছু ভালো না লাগার  ছুঁয়ে থাকা এক  বিষন্নতায়

 উড়ছে গল্পহীন  সংলাপ

এতো নুড়ি পাথর---

আটকে থাকা জলস্রোতে কিসের আর  বৈভব!

 জীবনের …


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব
বিভাগ-,গদ্য কবিতা
শিরোনাম-মেষ চরিয়েই কাটুক  জীবন
 কলমে-স্মৃতি দত্ত
২০/৭/২০

কিছু ভালো না লাগার  ছুঁয়ে থাকা এক  বিষন্নতায়

 উড়ছে গল্পহীন  সংলাপ

এতো নুড়ি পাথর---

আটকে থাকা জলস্রোতে কিসের আর  বৈভব!

 জীবনের  সারাংশ জুড়েই  তো শুকনো পাতা।

ফাঁকে ফাঁকে রৌদ্রবৃষ্টি জল

ধু ধু রৌদ্র গন্ধে  ছুটে যাওয়া   নক্ষত্র চোখের  স্বপ্ন

 বিন্দু...

আমার মনোরোম সন্ধ্যার আঁচল খসা তারাগুলি

ছিলো ছিলো অনেকদিন   চিলেকোঠার ঘরে।

এইসবে মায়া বাড়িয়ে শুধু শিকলি আঁটে  বন্ধনে

হারিয়ে  যাওয়া স্বপ্নের কোরক  বইএর  পাতার

 ভেতরে শুকিয়ে লাট--

  হা পিত্যেশের দরজার  উপর   ঝুলিয়ে রাখা

 স্মৃতির ফ্রেম   জুড়ে-- ধূলো আর ধূলো

ধুর ধুর 

যখন যেমন তখন তেমন।   হতাশার গলায় ঘন্টা না

 বেঁধে,    উদ্যমের পায়ে হোক ঘুঙুর

মনশ্চক্ষু জুড়ে থাক স্মৃতি--

এবার সরাসরি এক লাফ --

দিগন্ত রেখা জুড়ে  ফুটে উঠুক সংগ্রাম কথার

 যুদ্ধবৈভব

 বিষন্নতার বুক ঘেষে দাঁড়িয়ে থাকা বৃক্ষের

 ঝরাপাতায়   লেগে থাকা স্মৃতি থেকে  গজানো

 নব নব বৃক্ষের   ডালপালায়    প্রানের স্পর্শ।

জন্মকথা কয়  পৃথিবী।    নিত্য নতুন পাখির

 আনাগোনা।   সরে যায় অতীত।

কোন কিছুই ফুরায় না।   মুহুর্তের বাঁধা  ফ্রেমেটা

 সরে যায়। সেখানে নতুন ফ্রেমে আরেক মুহুর্তে

কত কিছু দেখে ফেললাম। 

 দেখার ভেতরে   কত রকম আনন্দ বেদনার  ফুল

যত গভীরে যাও-,সঠিক মেলনা  উত্তর কিছু।

হা হা  সাদা সত্যের বুকে  বুম বুমে  ফোটে অচেনা

 ফুল --, যার স্থায়িত্ব  ও  নিমিষ

কোথায় পাবে তারে? মনের ভেতরে এতো ভিড়…! -

 জ্ঞনেরব   ভেতরে   আর  ও কত  খোঁজ 

 কত   রকমের  পিপাসা! কতরকমের স্বাদ

  খুঁজে পাওয়া সাধ্য কার!

পদ্মকোমলের সৌরভ টুকু নিয়ে  আমার অঞ্জলির

 হলুদ ফুলে  ছিলোনা বুঝি   বিল্বপত্র!

উপাসনা    হলোনা ঠিকমতো -

কিছুই তো আর মনমতো হয়না

প্রভু  চোখ যদি দিয়ে ছিলে  দৃষ্টিতে রাখলে না মধুর

মধুর।

 তাইতো  মনশ্চক্ষুতে  স্থিত হলোনা   শান্তি অপার

 ভালোবাসার পদ্মপাপড়িতে   ঘষেই গেলাম

চন্দন

 বৃথা   বৃথা সব পূজার উপাচার

কোন কপাট ই খুলেনা আর।

ধুত্তোরি!

 নিকুচি করেছে  আত্মার আত্মিকতার ভেল

তার চেয়ে এই ভালো,-

মেষপালে কাটুক জীবন

বেশ তো ছড়িয়ে দিয়েছো পৃথিবী  জুড়ে  কত

 রকমের রঙ --

মেষ  চরিয়ে ই কাটুক জীবন।