তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণার পরেও অবাধে মানুষের যাতায়াত। নেই পুলিশের দেখা।।
গতকাল থেকেই সারা রাজ্যে কনটেইনমেন্ট জোন গুলোতে নতুন করে শুরু হয়েছে লকডাউন। পূর্ব মেদিনীপুর জেলার বারোটি কনটেইনমেন্ট জোন ঘোষণা ঘোষ…
তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণার পরেও অবাধে মানুষের যাতায়াত। নেই পুলিশের দেখা।।
গতকাল থেকেই সারা রাজ্যে কনটেইনমেন্ট জোন গুলোতে নতুন করে শুরু হয়েছে লকডাউন। পূর্ব মেদিনীপুর জেলার বারোটি কনটেইনমেন্ট জোন ঘোষণা ঘোষণা করেছে জেলা প্রশাসন। তার মধ্যে রয়েছে তাম্রলিপ্ত পৌরসভা এলাকা। তাম্রলিপ্ত পৌরসভার এলাকায় এখনো পর্যন্ত পাঁচ জন করণা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাম্রলিপ্ত পৌরসভার ৭,৮ নম্বর ওয়ার্ড কনটেইনমেন্ট জোন।
এছাড়াও ৯,১২,১৩,১৪,১৫,১৭ ওয়ার্ড গুলির আংশিক লকডাউন থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। আজ সকাল থেকে বেশ কিছু দোকানপাট খোলা থাকলেও অবাধে যাতায়াত করছে সাধারণ মানুষ। তমলুক পৌর এলাকায় কোন পুলিশের টহলদারি চোখে পড়ল না। তমলুক শহরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাম্রলিপ্ত পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর রবীন্দ্রনাথ সেন জানিয়েছেন সাধারণ মানুষকে মাইকিং করে বারেবারে সচেতন করা হচ্ছে। তারপরেও মানুষ যদি সচেতন না হন সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে।