Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দূরত্ব বজায় রেখে সাহিত্য হোক দিন বদলের হাতিয়ার

রুদ্র আচার্য,বাংলাদেশ :
নিরাপদ দূরত্ব বজায় রেখে,সাহিত্য হোক দিন বদলের হাতিয়ার। এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হোল এক সুন্দর সময়োপযোগী সাহিত্য সভা।
 গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র সুন্দরগঞ্জ মহিলা কলেজের সভা কক্ষে
২৪ জুলা…


রুদ্র আচার্য,বাংলাদেশ :
নিরাপদ দূরত্ব বজায় রেখে,সাহিত্য হোক দিন বদলের হাতিয়ার। এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হোল এক সুন্দর সময়োপযোগী সাহিত্য সভা।
 গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র সুন্দরগঞ্জ মহিলা কলেজের সভা কক্ষে
২৪ জুলাই (শুক্রবার)
সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস) এর বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা উপাধ্যক্ষ নাসরিন রেখা। এ ছাড়া ও উপস্থিত ছিলেন সঞ্চালক সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার কঙ্কন সরকার। সাহিত্য ও করোনা  বিষয়ক আলোচনা এবং ছড়া,কবিতা পাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি,বহুমাত্রিক লেখক ও গবেষক শাফিক আফতাব(নর্দান বিশ্ববিদ্যালয়,বাংলা) ।

 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার  সঞ্জয় সরকার (সহকারী অধ্যাপক বরিশাল বিশ্বিবদ্যালয়, বাংলা)।
এছাড়ও উপস্থিত ছিলেন  প্রভাষক কবি তপন কুমার পাটোয়ারী,কবি কমলা কান্ত বর্মণ,কবি অরবিন্দ রায়,কবি নাজমুস সাকিব, ছড়াকার ফয়সাল সাকিদার আরিফ,কবি রুদ্র আচার্য,কবি ও ঔপন্যাসিক হাসান রোকন, কবি জয়,এবং ছড়াকার  আল আমিন মোহ প্রমূখ।
আড্ডার শুরুতে করোনায় মৃতদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় এক মিনিট নিরবতার মধ্য দিয়ে মৃত্যুদের স্মরণ ও তাদের আত্মার শান্তি  প্রার্থনা করা হয়।